NOW READING:
ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, রাজ্যে কোভিডে দ্বিতীয় মৃত্যু হাতিবাগানের বাসিন্দার !
June 10, 2025

ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, রাজ্যে কোভিডে দ্বিতীয় মৃত্যু হাতিবাগানের বাসিন্দার !

ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি, রাজ্যে কোভিডে দ্বিতীয় মৃত্যু হাতিবাগানের বাসিন্দার !
Listen to this article


কলকাতা: ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা, রাজ্যে দ্বিতীয় মৃত্যু। এবার বেলেঘাটা ID হাসপাতালে, কোভিড আক্রান্ত হাতিবাগানের বাসিন্দার মৃত্যু হয়েছে। ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির পরেই মৃত্যু হয়েছে তাঁর।জানা গিয়েছে,মৃতের নাম বাবুলাল সিংহ। বয়স হয়েছিল ৪৮ বছর। পেশায় তিনি একজন ইলেকট্রিশিয়ান। ডেথ সার্টিফিকেটে কোভিড নিউমোনিয়া-সেপটিক শকের উল্লেখ রয়েছে। প্রথমে মারোয়াড়ি রিলিফ সোসাইটির হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। এরপর করোনা পজিটিভ হওয়ায় ভর্তি করা হয় বেলেঘাটা ID হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। এরপরেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

আরও পড়ুন, অনুব্রতকে ‘ব্যাগ গোছাতে’ বললেন শুভেন্দু, বোলপুরের মাটিতে দাঁড়িয়েই ‘৬ বছরের জন্য জেলে’ পাঠানোর হুঁশিয়ারি !

নীরবে বাড়ছে করোনা!এ যেন হাঁটা হাঁটি পা পা!উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন উপপ্রজাতি NB.1.8.1.করোনা সংক্রমণে গোটা দেশের মধ্য়ে পশ্চিমবঙ্গ এখন তৃতীয়।প্রথম স্থানে কেরল। দ্বিতীয় স্থানে গুজরাত।তারপর পশ্চিমবঙ্গ। এরইমধ্য়ে রাজ্যে ফের এক করোনা আক্রান্তের মৃত্য়ুর খবর সামনে এল!বৃহস্পতিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয় ৪৮ বছরের বাবুলাল সিংহ নামে এক ব্যক্তির। উত্তর কলকাতার হাতিবাগান এলাকার বাসিন্দা এই ব্যক্তি পেশায় ইলেকট্রিশিয়ান।

মঙ্গলবার তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। ডেথ সার্টিফিকেটে কোভিড 19 নিউমোনিয়া এবং সেপটিক শকের উল্লেখ রয়েছে। মৃতের পরিবার সূত্রে দাবি,সম্প্রতি ডায়েরিরার উপসর্গ নিয়ে ৫ দিন বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ছিলেন এই ব্যক্তি।ছাড়া পেয়ে বাড়িতে ২ দিন থাকার পর ফের ডায়েরিয়া হয়।এবার তাঁকে মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালে ভর্তি করে পরিবার। সেখানেই মঙ্গলবার কোভিড রিপোর্ট পজিটিভ আসে বাবুলাল সিংহের। বুধবারই তাঁকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে। সেখানেই বৃহস্পতিবার মারা যান এই ব্যক্তি। 

 মাইক্রোবায়োলজিস্ট  সৌগত ঘোষ বলেন, এই মৃত্যুটা থেকে শিক্ষা নিতে হবে। করোনা নিয়ে আশ্বস্ত হওয়ার দরকার নেই….এই মৃত্যুটা শিক্ষা দিয়ে গেল…এবার তো দেখছি ডায়ারিয়া পেটে ব্যথা নিয়ে মানুষ আসছে।রাজ্য সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭৪৭ । গত ২৪ ঘণ্টায় ৫৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে।রাজ্যের মোট আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ৪১২ জন।

কলকাতা মেডিক্যাল কলেজ মেডিসিন বিভাগ বিভাগীয় প্রধান  সৌমিত্র ঘোষ বলেন, আমাদের হালকা নেওয়ার জাগা নেই। প্যানিকের কিছু নেই। সতর্ক থাকতে হবে। এই অবস্থায়, রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করতে এদিন নবান্নে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পদস্থ অফিসাররা ছাড়াও বৈঠকে সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় ,এসএসকেএমের ক্রিটিক্যাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সুগত দাশগুপ্ত এবং কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগের প্রধান সৌমিত্র ঘোষ উপস্থিত ছিলেন। 
 
মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,’ সতর্ক আমাদের থাকতে হবে। কোনও আতঙ্ক তৈরি করা নয়। যদি বাই চান্স সেরকম কিছু হয়, আমাদের প্রস্তুতি থাকবে। এটা নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই।  আমরা নিজেদের ইচ্ছেতেই মিটিংটা করলাম। যাতে পরবর্তীতে যদি কখনও সেরকম পরিস্থিতি হয়, তখন আমরা যেন প্রস্তুতিটা রাখতে পারি। যাদে কোনও অসুবিধা লোকের না হয়। কিন্তু এখনই আমরা এই ব্য়াপারে কোনও সিদ্ধান্ত নিচ্ছি না। তার কারণ সেই পরিস্থিতি তৈরি এখনও হয়নি। ‘ 



Source link