Stock Market Today: জিও ব্ল্যাকরকের খবর সামনে আসতেই ছুটি দিল জিও ফিন্যান্সিয়ালের শেয়ার। মুকেশ অম্বানির মালিকানাধীন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও ইনভেস্টমেন্ট জায়ান্ট ব্ল্যাকরকের যৌথ উদ্যোগ, জিও ব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্ট সোমবার জানিয়েছে, তারা মিউচুয়াল ফান্ডের টিম নিয়োগ করেছে। পাশাপাশি তাদের ওয়েবসাইটের জন্য একটি ‘প্রাইমারি অ্যাক্সেস’ চালু করেছে।
কারা পাবেন এই অ্যাক্সেস
এই ‘প্রাইমারি অ্যাক্সেস’ সম্ভাব্য বিনিয়োগকারী ও সাধারণভাবে যারা জিও ব্ল্যাকরক অ্যাসেট ম্যানেজমেন্টের ডিজিটাল-ফার্স্ট অফারগুলিতে তাদের আগ্রহ রেজিস্ট্রেশনের যোগ্য তাদের দেওয়া হয়। জিও ব্ল্যাকরক মিউচুয়াল ফান্ডের নেতৃত্বে অনেক গুরুত্বপূর্ণ শিল্প ব্যক্তিত্ব রয়েছেন। ইশা অম্বানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর ছাড়াও আরও অনেকেই রয়েছেন এখানে।
কারা কোন দায়িত্বে
কোম্পানিটি অমিত ভোঁসলেকে চিফ রিস্ক অফিসার (CRO) হিসেবে নিযুক্ত করেছে, যার ব্যাঙ্ক অফ আমেরিকা এবং ICICI ব্যাঙ্কের জন্য ব্যাঙ্কিং ও অ্যাসেট ম্যানেজমেন্ট উভয় ক্ষেত্রেই রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা রয়েছে। Jio BlackRock অমল পাইকে চিফ টেকনিক্যাল অফিসার (CTO) হিসেবে নিযুক্ত করেছে।
পাইয়ের পূর্বে Jio Finance Limited এবং State Bank of India-তে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি গৌরব নাগোরিকে মিউচুয়াল ফান্ডের চিফ অপারেটিং অফিসার (COO) হিসেবে নিযুক্ত করা হয়েছে। নাগোরি DSP Asset Managers, Franklin Templeton এবং JM Financial-এর জন্য কাজ করেছেন।
আজ জিও ফিন্যান্সিয়াল শেয়ারের দাম
সোমবার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম ৩.৫৯ শতাংশেরও বেশি বেড়ে ₹৩০৪.৫০ এ লেনদেন হয়েছে, যা আগের বাজার ক্লোজিংয়ের সময় ₹২৯৩.৯৫ ছিল। কোম্পানি ৯ জুন ২০২৫ তারিখে শেয়ার বাজার অধিবেশনের সময় তাদের নিয়োগের বিবরণ ঘোষণা করে।
আর্থিক পরিষেবা সংস্থার শেয়ারগুলি ২০২৩ সালের অগাস্টে তালিকাভুক্ত হওয়ার পর থেকে শেয়ার বাজার বিনিয়োগকারীদের তাদের বিনিয়োগের উপর ৪১.৩১ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। তবে, গত এক বছরের মধ্যে শেয়ারগুলি প্রায় ১৩.৫ শতাংশ হ্রাস পেয়েছে। ইয়াপ-টু-ডেট (YTD) ভিত্তিতে ২০২৫ সালে শেয়ারের দাম ০.৪৪ শতাংশ কমেছে। কিন্তু বর্তমানে গত পাঁচটি শেয়ার বাজার সেশনে ৬.১১ শতাংশ বেশি লেনদেন হচ্ছে।
২০ জুন ২০২৪ তারিখে শেয়ারটির ৫২ সপ্তাহের সর্বোচ্চ মূল্য ₹৩৬৮.৩০ এ পৌঁছেছে, যেখানে ৩ মার্চ ২০২৫ তারিখে ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য ছিল ১৯৮.৬০। ৯ জুন ২০২৫ তারিখে আর্থিক পরিষেবা সংস্থার বাজার মূলধন ছিল ১.৯২ লক্ষ কোটি টাকারও বেশি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)