জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাড়হিম চেন্নাই! যে চিকিৎসক জীবন বাঁচান, সেই চিকিৎসকই এবার জীবন নিলেন। ‘প্রেমিকা’কে খুনের অভিযোগে গ্রেফতার চেন্নাইয়ের চিকিৎসক। শনিবার সালেমের কাছে অস্থামপট্টিতে ২৭ বছর বয়সী এক ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিস। অভিযোগ, তিনি তাঁর ২৬ বছর বয়সী ‘প্রেমিকা’কে নৃশংস খুন করেন।
তবে এই খুনের ঘটনা এতটাও সোজাসাপটা নয়। এর নেপথ্যে আছে আরও এক গল্প। সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড ঘেঁটে খুনের নেপথ্যে থাকা সেই গল্পের পর্দাফাঁস করেছে পুলিস। জানা গিয়েছে, নিহত নিত্যা নামের ওই তরুণী ওই চিকিৎসককে ব্ল্যাকমেইল করতেন। ওই চিকিৎসকের সঙ্গে নিত্যা প্রথমে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। তারপর তাঁর নগ্ন ছবি পরিবারকে পাঠানোর হুমকি দিতে থাকেন। এভাবে ব্ল্যাকমেইল করে ওই চিকিৎসকের কাছ থেকে ৮ লাখেরও বেশি টাকা হাতিয়ে নেন নিত্যা।
পুলিস জানিয়েছে, তিরুভোত্তিয়ুরের সাত্তুমা নগরের বাসিন্দা নিত্যা বেকার ছিলেন। তিনি আম্বাত্তুরের একটি আইটি কোম্পানিতে কাজ করার মিথ্যা দাবি করে বেশ কয়েকজনের কাছ থেকে আগেই টাকা আদায় করেছিলেন। লিভ-ইন করতেন। তারপরেও তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ জমান চিকিৎসক সন্তোষ কুমারের সঙ্গে। তারপর তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠতেই তাঁকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন।
নিত্যার নিত্য ব্ল্যাকমেইলের শিকার হয়েই সন্তোষ কুমার তাঁকে খুনের ছক কষে। বৃহস্পতিবার নিত্যা ঘনিষ্ঠ হওয়ার অছিলায় সন্তোষকে কোডুঙ্গাইয়ুরের টিচার্স কলোনিতে তাঁর ভাড়া বাড়িতে ডেকে পাঠায়। অভিযোগ, তখনই সন্তোষ কুমার তাঁকে ঘুমের ওষুধ মেশানো অ্যালকোহল খাইয়ে বেহুঁশ করে দিয়ে বালিশ দিয়ে শ্বাসরোধ করে খুন করেন নিত্যাকে। তারপর ২৫ ভরি সোনার গয়না নিয়ে চলে যান।
এরপর সন্ধ্যায় যখন নিত্যার লিভ-ইন পার্টনার বালামুরুগান বাড়ি ফিরে আসেন, তখন তিনি তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন না থাকায়, পুলিস প্রাথমিকভাবে মনে করেছিল এটি একটি আত্মহত্যার ঘটনা। সেইভাবেই মামলা দায়ের করে। কিন্তু নিত্যার কল রেকর্ড পুলিসের হাতে আসতেই গোটা ঘটনার পর্দাফাঁস হয়।
নিত্যার মোবাইল ফোন কল রেকর্ড ঘেঁটে দেখা যায় যে, তাঁর শেষ ফোনটি ছিল চিকিৎসক সন্তোষ কুমারের সঙ্গে। এরপর এলাকার সিসিটিভি ফুটেজেও ঘটনার দিন ডাক্তারকে তাঁর বাড়িতে আসতে দেখা যায়। এরপরই জিজ্ঞাসাবাদের পর নিত্যাকে খুনের কথা স্বীকার করেন ডাক্তার। পরে পুলিস ধৃত ডাক্তারের প্রতিবেশীর কাছ থেকে সোনার গয়না ভর্তি ব্যাগটি উদ্ধার করে। পুলিস এখন খতিয়ে দেখছে ডাক্তার সন্তোষের মতো আরও কেউ নিত্যার শোষণের শিকার হয়েছেন কিনা।
আরও পড়ুন, Meghalaya Couple Missing: রাজাকে খুনের নেপথ্যে রাজ! হানিমুনে গিয়েই কেন স্বামীকে খুন সোনমের? ‘সোনার চেইন’ নিয়ে বিস্ফোরক দাবি পুত্রহারা মায়ের…
আরও পড়ুন, Top 10 bridges of India: ৫৬ হাজার হাতির সমান লোহা! সব ইস্পাত তার জুড়লে দৈর্ঘ্যে পৃথিবীর পরিধি সমান! ভারতের অসাধারণ সব ব্রিজ… দেখুন ছবি…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)