<p>ABP Ananda LIVE: হতশ্রী রাস্তা, পথেই বলি! ডেবরায় রাস্তা মরণফাঁদ, বেহাল পথের বলি রোগী । নারায়ণগড়, দাসপুরের পর ডেবরা, পথের বলি রোগী!খারাপ রাস্তায় ঢুকতে পারে না গাড়ি, খাটিয়ায় হাসপাতালের পথে রোগী । সময়ে হাসপাতালে পৌঁছতে না পারায় পথেই প্রাণ গেল রোগীর । পশ্চিম মেদিনীপুরের ডেবরায় মর্মান্তিক ছবি । খাটিয়ায় রোগীকে নিয়ে যাওয়ার ছবি ভাইরাল । হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু ডেবরার বাদল মান্ডির । রাস্তা যদি ভাল থাকতো সঠিক সময়ে হাসপাতালে নিয়ে যেতে পারতাম, দাবি মৃতের স্ত্রীর। ‘যে কোনও মৃত্যু দুঃখজনক, মোরাম রাস্তা, বর্ষায় কাদা হয়েছে’, দাবি বিডিও-র।’রাস্তা সংস্কার হয়নি, এলাকায় উন্নয়ন হয়নি’ । রাস্তা খারাপের জন্য দায়ী রাজ্য সরকার’, অভিযোগ বিজেপির । বিজেপির অভিযোগ ভিত্তিহীন, রাজ্যের প্রত্যেকটা জায়গায় মুখ্যমন্ত্রীর উন্নয়ন, পাল্টা দাবি তৃণমূলের।</p>
<p> </p>
<p><strong>অপারেশন সিঁদুর TMC বিধায়কের মন্তব্যে FIR দায়ের, NIA হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর</strong></p>
<p>অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য়ের জেরে অভিযোগ দায়ের। কুলটি থানায় নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপির সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। ই-মেল মারফৎ অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল বিধায়ককে NIA হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। </p>
<p>একদিকে যখন ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে মোদি সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশ সফর শেষ করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তখন তার দলের বিধায়কের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য়। পাকিস্তানের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে গোটা বিষয়কেই নাটক বলে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বলেন, "কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে… এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাঁকে উচিত শিক্ষা দিতে হবে।” </p>
Source link
নারায়ণগড়, দাসপুরের পর ডেবরা, বেহাল পথের বলি রোগী !
