NOW READING:
RJ Mahvash On Yuzvendra Chahal: ‘ওর আঙুল-পাঁজরে…’! আইপিএলে কী হয়েছিল ভারতীয় তারকার? বিশেষ বান্ধবীর পোস্টেই..
June 5, 2025

RJ Mahvash On Yuzvendra Chahal: ‘ওর আঙুল-পাঁজরে…’! আইপিএলে কী হয়েছিল ভারতীয় তারকার? বিশেষ বান্ধবীর পোস্টেই..

RJ Mahvash On Yuzvendra Chahal: ‘ওর আঙুল-পাঁজরে…’! আইপিএলে কী হয়েছিল ভারতীয় তারকার? বিশেষ বান্ধবীর পোস্টেই..
Listen to this article


IPL 2025 Final: ‘দ্য লাস্ট মাইল’! আইপিএল ফাইনালকে (IPL 2025 Final, RCB vs PBKS) এভাবেই বিসিসিআই দেখছিল। সবরমতীর পাড়ে শেষ মাইল পেরিয়ে মাইলস্টোন তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru)! অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত ১৭ বছরের বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরেছে বিরাট কোহলিদের (Virat Kohli)। ১৮ বছরের এই প্রথমবার শিরোপা জিতেছে আরসিবি-র (RCB)। ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলল এবং অবশেষে তারা জিতল (RCB Wins IPL 2025 Final)। কিন্তু পঞ্জাব কিংস (PBKS) ২০১৪ সালের পর ফের ফাইনাল খেলল, কিন্তু অন্তিম স্টেশনেই ট্রেন দাঁড়িয়ে গেল। পঞ্জাব হেরেছে ৬ রানে।

আরও পড়ুন: ‘ওকে কেটে টুকরো করবেন না’! সর্বস্বান্ত বাবা পোস্টমর্টেমের বিরুদ্ধে, কেঁদেই চলেছেন

সম্প্রতি পিবিকেএসের স্টার যুজবেন্দ্র চাহালের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের গুজবে বারবার শিরোনামে আসছেন আরজে মহভাশ। আবারও তিনি নেটপাড়ার আকর্ষণ কেড়ে নিলেন। সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালী আইপিএল ফাইনালে পরেই এমন এক পোস্ট করেছেন, যা দেখে ফের চাহালের সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা বুঝিয়ে দিল।

চাহালের প্রশংসায় মহভাশ লিখলেন, ‘পিবিকেএস লড়াই করেছে, থেকেছে এবং শেষ ম্যাচ পর্যন্ত খেলেছে! আর যুজবেন্দ্র চাহালের জন্য বিশেষ পোস্ট, কারণ মানুষ জানেই না যে, দ্বিতীয় ম্যাচেই ওর পাঁজরে চিড় ধরেছিল। এরপর বোলিং আঙুলেও চিড় ধরে। মানুষটি পুরো মৌরসুম ৩টি চিড় ধরা হাড় নিয়ে খেলে গেল! আমরা সবাই তাঁকে চিৎকার করতে দেখেছি, ব্যথায় কাঁদতে দেখেছি। কিন্তু কখনও তাঁকে হাল ছাড়তে দেখিনি। ওর মধ্যে যোদ্ধার মানসিকতা দেখেছি! শেষ বল পর্যন্ত লড়াই করেছে পঞ্জাব! এই বছর এই দলের সমর্থক হওয়াটা সম্মান ছাড়া আর কিছুই নয়! ভালো খেলেছে সবাই। তারা আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। পরের বছর দেখা হবে! তবে শিরোপা জয়ের জন্য আরসিবি এবং তাঁর ভক্তদের অনেক অভিনন্দন। সবাই খেলেছে এবং কঠোর পরিশ্রম করেছে! ক্রিকেট, এবং আইপিএল… আবারও হে ঈশ্বর! আমাদের ভারতীয়দের জন্য সত্যিই এক উৎসব।’

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ৮৮৭ উইকেটের মালিক! চুপিচুপি সারলেন বাগদান, কে এই শ্যাম নগরের সুন্দরী?

কোরিওগ্রাফার এবং অভিনেত্রী ধনশ্রী ভার্মার সঙ্গে চাহালের দাম্পত্য জীবনে, যখন টানাপোড়েন দেখা গিয়েছিল, তখনই চাহাল এবং মহভাশের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ২০২৫ সালের মার্চ মাসে চাহাল এবং ধনশ্রীর বিবাহবিচ্ছেদ হয়ে যায়। তারপর থেকে মহভাশকে দেখা যাচ্ছে চাহালের সঙ্গেই। তবে, সাম্প্রতিক এক পডকাস্টে, চাহালের সঙ্গে ডেটিং গুজবের সরাসরি কোনও উত্তর না দিয়ে, মহভাশ ঘোষণা করেছেন যে তিনি  ‘সিঙ্গল এবং সুখি’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link