NOW READING:
জয়োচ্ছ্বাস বদলে গেল বিষাদে, RCBর বিজয় উৎসবের দিনই পদপিষ্ট হয়ে মৃত ৭! লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা
June 4, 2025

জয়োচ্ছ্বাস বদলে গেল বিষাদে, RCBর বিজয় উৎসবের দিনই পদপিষ্ট হয়ে মৃত ৭! লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা

জয়োচ্ছ্বাস বদলে গেল বিষাদে, RCBর বিজয় উৎসবের দিনই পদপিষ্ট হয়ে মৃত ৭! লাফিয়ে বাড়ছে আহতের সংখ্যা
Listen to this article


আমদাবাদ: ১৮ বছর পর দল অবশেষে আইপিএল ট্রফি (IPL 2025) জিতেছে। স্বাভাবিকভাবেই আরসিবির জয়ে উচ্ছ্বাসে ভাসছে গোটা বেঙ্গালুরু শহর। তবে তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। 

চিন্নাস্বামী স্টেডিয়ামে (Chinnaswamy Stadium) আরসিবির  জয় সেলিব্রেট করতে কোহলিদের জড়ো হওয়ার কথা ছিল। কিন্তু সেই স্টেডিয়ামের গেটেই দর্শকদের হুড়োহুড়ির জেরে ঘটল দুর্ঘটনা। শোনা যাচ্ছিল ভিড় সামলাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। বর্তমানে একাধিক রিপোর্ট অনুযায়ী এই ঘটনায় সাতজন আরসিবি সমর্থকের পদপিষ্ট (RCB Victory Parade Stampede) হয়ে মৃত্যু হয়েছে, আহত হয়েছেন প্রায় ২৫জন। যদিও প্রাথমিকভাবে তিনজনের মৃত্যুর কথা বলা হয়েছে। সকলকেই শিবাজি নগরের বাউরিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।

আজ দুপুর দুপুর নাগাদ বিরাট কোহলিসহ গোটা আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি দল বেঙ্গালুরুর হ্যাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার। সেখানেই ক্রুণাল পাণ্ড্য, টিম ডেভিড, দীনেশ কার্তিকদের পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান তিনি। আর বিরাট কোহলির হাতে তুলে দেন কন্নড় পতাকাও। উচ্ছ্বসিত কোহলি আরসিবি ও কন্নড় পতাকাসমেত হাসিমুখে শিবকুমারের সঙ্গে ছবিও তোলেন।

বিরাট কোহলি বারংবার ট্রফি জিতে তা আরসিবি সমর্থকদের উৎসর্গ করেন। আগেই এই জয়োচ্ছ্বাস সকল সমর্থকদের সঙ্গে ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিল আরসিবি কর্তৃপক্ষ। সেই উদ্দেশ্যেই বিরাট কোহলিদের বিকেলে বিধান সৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়াম পর্যন্ত খোলা বাসে ট্রফি নিয়ে ঘোরার কথা ছিল। তবে তা বাতিল হয়ে যায়। ভিড় এড়ানোর জন্যই সমর্থকদের কাছে এই অনুরোধ করা হয়। কিন্তু তা শোনেননি সমর্থকরা।

স্টেডিয়ামে পৌঁছনোর একাধিক পথ সমর্থকদের ভিড়ে গিজগিজ করছিল। সেই ভিড় সামলাতে সম্পূর্ণভাবেই ব্যর্থ হয় বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশ। খবর অনুযায়ী স্টেডিয়ামের বাইরের পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়। গাছে, গাড়ির ছাদে পর্যন্ত উঠে পড়েন সমর্থকরা। লক্ষ্য একটাই, কোহলিসহ চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের এক ঝলক দেখা। কিন্তু সেই সাধই বদলে গেল মৃত্যুতে।

স্টেডিয়ামের বাইরে গেটের কাছেই গুচ্ছ সমর্থক ভিড় জমাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে গিয়ে গেট বন্ধ করারও প্রচেষ্টা করা হয়। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হল না। শেষমেশ দলের আনন্দের ঠিক পরেরদিনই চরম পরিণতি হল একাধিক আরসিবি সমর্থকদের। 



Source link