NOW READING:
India Pakistan Tension: মোদীর মাস্টারস্ট্রোকে আবার কাঁপবে পাকিস্তান! সবদলের ৪৮ সাংসদ বিশ্ব ঘুরে ফাঁস করবেন জঙ্গি-চক্রান্ত…
May 16, 2025

India Pakistan Tension: মোদীর মাস্টারস্ট্রোকে আবার কাঁপবে পাকিস্তান! সবদলের ৪৮ সাংসদ বিশ্ব ঘুরে ফাঁস করবেন জঙ্গি-চক্রান্ত…

India Pakistan Tension: মোদীর মাস্টারস্ট্রোকে আবার কাঁপবে পাকিস্তান! সবদলের ৪৮ সাংসদ বিশ্ব ঘুরে ফাঁস করবেন জঙ্গি-চক্রান্ত…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) থেকে শুরু ভারত পাকিস্তানের নয়া দ্বন্দ্ব। এবার কূটনীতিতে নয়া চাল মোদী সরকারের। প্রধানমন্ত্রীর (Narendra Modi) নেতৃত্বাধীন সরকার সাম্প্রতিক পহেলগাঁও সন্ত্রাসী হামলায় (ধজাীোূগদল এগল্দদী) পাকিস্তান যে যুক্ত তার প্রচারে এবং সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমর্থন গড়ে তুলতে বিশ্বের গুরুত্বপূর্ণ রাজধানীগুলিতে বহুদলীয় সাংসদদের প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে ৪৮ সদস্যের এই আন্তঃদলীয় প্রতিনিধিদল ২২ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন দেশ ভ্রমণের সময় বিদেশী সরকার এবং প্রতিষ্ঠানের কাছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রমাণ এবং নয়াদিল্লির (New Delhi) অবস্থান উপস্থাপন করবে।

আরও পড়ুন- Rajnath Singh on Pakistan 14 cr to Masood Azhar: শয়তান মাসুদ আজহারকে ধারের ১৪ কোটি দিচ্ছে! পাকিস্তানের অনুদান বন্ধের সুপারিশ রাজনাথের…

সূত্র অনুসারে, প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং আটটি দলে বিভক্ত থাকবেন বাকি সাংসদরা, যার প্রতিটিতে ছয়জন সদস্য থাকবেন। এতে বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং বিরোধী দলগুলির বেশ কয়েকজন বড় নাম অন্তর্ভুক্ত থাকবে বলে। যার মধ্যে কংগ্রেস সাংসদ শশী থারুর, মনীশ তিওয়ারি, পঞ্জাবের সাংসদ বিক্রমজিৎ সিং সাহনি, আসাদউদ্দিন ওয়াইসির নাম শোনা যাচ্ছে। তথ্যাভিজ্ঞ মহলের তরফে প্রাথমিকভাবে এই ২০ জনের নাম পাওয়া যাচ্ছে, যাঁদের প্রতিনিধি হিসাবে পাঠানো হবে —

১. প্রেম চাঁদ গুপ্ত, আরজেডি
২. সঞ্জয় ঝা, জেডিইউ, জাপান যাবেন।
৩. রবি শঙ্কর প্রসাদ, বিজেপি, মধ্যপ্রাচ্যে যাবেন
৪. বিজয়ন্ত জয় পান্ডা, বিজেপি
৫. অনুরাগ ঠাকুর – বিজেপি
৬. ব্রিজ লাল, বিজেপি
৭. তেজস্বী সূর্য, বিজেপি
৮. অপরাজিতা সারঙ্গি, বিজেপি
৯. রাজীব প্রতাপ রুডি, বিজেপি
১০. ডি পুরন্দেশ্বরী – বিজেপি
11.শ্রীকান্ত শিন্ডে – শিবসেনা শিন্ডে
১২. সুপ্রিয়া সুলে – এনসিপি পাওয়ার
১৩.সস্মিত পাত্র – বিজেডি
১৪. শমীক ভট্টাচার্য – বিজেপি
১৫. মনীশ তেওয়ারি – কংগ্রেস
১৬. শশী থারুর – কংগ্রেস
১৭. অমর সিং – কংগ্রেস
18.প্রিয়াঙ্কা চতুর্বেদী – শিবসেনা উদ্ধব
১৯. জন বিটস সিপিআই এম
২০. আসাদুদ্দিন ওয়াইসি, এআইএমআইএম

সূত্রের দাবি, পাকিস্তানের বাড়বাড়ন্তি, বিশেষ করে এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পরেই সাংসদদের পাঠানোর এই উদ্যোগের মাধ্যমে ভারত সরকার বোঝাতে চায় যে  কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিকীকরণের যে চেষ্টা চলছে, সেটা আসলে দ্বিপাক্ষিক বিষয়। এই উদ্যোগের মাধ্যমে মোদি সরকার প্রথমবারের মতো বিশ্বব্যাপী পাকিস্তানের প্রচারণা মোকাবেলায় রাজনৈতিক ক্ষেত্র থেকে নির্বাচিত প্রতিনিধিদের কূটনৈতিক দূত হিসেবে মোতায়েন করেছে।

আরও পড়ুন- Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড হওয়ার আশঙ্কা উত্তরের ৫ জেলা…

এবার ভারতের লক্ষ্য দুই: পহেলগাঁওয়ে ২৬ জন নিহত হওয়ার ভয়াবহ বিধ্বংসী হামলা সম্পর্কে অন্যান্য দেশগুলিকে জানানো এবং স্পষ্ট করে বলা যে ভারতের ‘অপারেশন সিঁদুর’ বিশেষভাবে পাকিস্তান-অধিকৃত অঞ্চলের মধ্যে সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছিল, কখনই ভারতের লক্ষ্য বেসামরিক নাগরিকরা ছিল না। এই উদ্যোগের সঙ্গে যুক্ত এক কর্মকর্তার দাবি, “আমাদের উদ্দেশ্য হল পাকিস্তান এবং তার প্রতি সহানুভূতিশীল দেশগুলোর তৈরি করা মনগড়া আখ্যান ভাঙা”।

 

গোয়েন্দা ও প্রতিরক্ষা সংস্থাগুলির সাথে সহযোগিতায় বিদেশ মন্ত্রক বিস্তারিত পরিকল্পনা এবং আলোচনার বিষয়গুলি ঠিক করছে। সংশ্লিষ্ট দেশের ভারতীয় দূতাবাসগুলি বৈঠকের আয়োজন করবে এবং কৌশলগত নানা সহায়তা করবে সাংসদদের। সাংসদরা যে বিষয়ের উপর জোর দেবে তা হল, কীভাবে কয়েক দশক ধরে ভারতকে অস্থিতিশীল করার জন্য সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতি হিসেবে ব্যবহার করেছে। কীভাবে পাকিস্তান সন্ত্রাসী শিবির চালায়, জঙ্গি তৈরি করে, এবং এই সবের সঙ্গে আইএসআই-এর জড়িত থাকার প্রমাণও তুলে ধরবেন সাংসদরা।

আরও পড়ুন- Prabhat Roy: রক্তে সংক্রমণ এখনও কমেনি! ICU-এ ভর্তি প্রভাত রায়, এখন কেমন আছেন পরিচালক?

প্রতিনিধিদলগুলি ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের প্রতিশোধমূলক পদক্ষেপ, কীভাবে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে পাকিস্তান আশ্রয় দিয়েছে ও সন্ত্রাসবাদকে তোল্লাই দিচ্ছে, তাও তুলে ধরবে। বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতার লক্ষ্য কেবল পাকিস্তানকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ফোরাম এবং দ্বিপাক্ষিক আলোচনার আগে ভারতের অবস্থানকে শক্তিশালী করাও। শোনা যাচ্ছে, ইতোমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে কে সেই সাংসদ? তা এখনও জানা যায়নি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link