NOW READING:
Influencer Death in Livestream: সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন চলল গুলি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৩ বছরের ইনফ্লুয়েন্সার…
May 15, 2025

Influencer Death in Livestream: সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন চলল গুলি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৩ বছরের ইনফ্লুয়েন্সার…

Influencer Death in Livestream: সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন চলল গুলি, মৃত্যুর কোলে ঢলে পড়লেন ২৩ বছরের ইনফ্লুয়েন্সার…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেশায় বিউটি ইনফ্লুয়েন্সার, কাজ করেন একটি পার্লারে। সেই পার্লার থেকে লাইভ করছিলেন, হাসিবমুখে বিউটি টিপস দিচ্ছিলেন তাঁর ফলোয়ারদের। আচমকাই সেলুনে ঢুকে এল এক ব্যক্তি, হাতে বন্দুক। থ্রিলার সিনেমার মতো মোবাইলে লাইভ খুন হয়ে গেল। অবাক পুলিস। কোনও সিনেমার চিত্রনাট্য নয়, একেবারেই বাস্তব। ঘটনাটি ঘটেছে মেক্সিকোয়। মৃত মহিলার নাম ভ্যালেরিয়া মার্কেজ, বয়স ২৩ বছর। 

টেবিলে বসে একটি খেলনা হাতে এই লাইভস্ট্রিমিং চলছিল। হঠাৎ তাকে বলতে শোনা যায়, ‘ওই ওরা আসছে।’ বাইরে থেকে একজনের কণ্ঠস্বর শোনা যায়, ‘হেই, ভ্যাল?’। এর উত্তরে ভেলেরিয়া ‘হ্যাঁ’ বলার পরে আর কোনও শব্দ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে শোনা যায় গুলির শব্দ। এক ব্যক্তিকে দেখা যায় ফোন তুলে নিতে। তখনও লাইভস্ট্রিমিং চলছিল। কিছুক্ষণের জন্য তার মুখও দেখা যায়।

আরও পড়ুন- Minister Over Colonel Sofiya Qureshi Remark: ‘যান, আগে ক্ষমা চান’, বীর কুরেশিকে জঙ্গিদের বোন বলায় BJP মন্ত্রীর গালে ‘সুপ্রিম’ চড়…

একই লাইভস্ট্রিমে গুলি করার কিছুক্ষণ আগে একটি অজানা ব্যক্তির আগমন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ভ্যালেরিয়া মার্কেজ। ওই ব্যক্তি তার অনুপস্থিতিতে সেলুনে এসেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি মার্কেজের জন্য একটি দামী উপহার নিয়ে এসেছেন। তবে মার্কেজ লাইভে দর্শকদের জানান, তিনি ওই ব্যক্তির ফিরে আসার বিষয়ে আগ্রহী নন। 

ইতোমধ্যেই তদন্ত শুরু করে পুলিস। মেক্সিকোর কর্তৃপক্ষের মতে, এই হত্যার সঙ্গে জড়িয়ে থাকতে পারে হিংসা, যৌন নির্যাতন, হত্যাকারীর সঙ্গে কোনও সম্পর্ক। গুলি চলার কয়েক সেকেন্ড আগেই ভেলেরিয়া মার্কেজ তাঁর টিকটকে লাইভস্ট্রিমিং করছিলেন। বিবিসির প্রতিবেদন অনুসারে, মঙ্গলবার (১৩ মে) এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটেছে মেক্সিকোর জালিস্কো রাজ্যের জাপোপান এলাকার একটি বিউটি সেলুনে, সেখানেই তিনি কাজ করতেন। 

আরও পড়ুন- Pakistan paying 14crore to Masood Azhar: ধারে চলছে ‘ভিখিরি’ পাকিস্তান, তার থেকেই ‘শয়তান’ মাসুদ আজহারকে ১৪ কোটি খয়রাতি! ছিঃ…

টিকটক ও ইনস্টাগ্রামে মার্কেজের প্রায় ২ লক্ষ অনুরাগী ছিল। তিনি নিয়মিত লাইভে সক্রিয় থাকতেন অনুরাগীদের সঙ্গে। তার এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফুঁসছে সোশ্যাল মিডিয়া। সেই সঙ্গে মেক্সিকোতে চলমান নারীহত্যা (ফেমিসাইড) সংকটকে আবারও আলোচনায় উঠে এসেছে। রাষ্ট্রপুঞ্জের লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান বিষয়ক অর্থনৈতিক কমিশনের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, প্রতি ১ লাখ নারীতে ১.৩ জনের মৃত্যু ঘটে এ ধরনের সহিংসতায়। জালিস্কো রাজ্য, যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা মেক্সিকোর মধ্যে হত্যা সংখ্যা অনুযায়ী ষষ্ঠ অবস্থানে রয়েছে। ডেটা কনসালট্যান্সি সংস্থার রিপোর্ট অনুসারে, প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের মেয়াদ শুরু হওয়ার পর, অর্থাৎ অক্টোবর ২০২৪ থেকে এখন পর্যন্ত এই রাজ্যে মোট ৯০৬টি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link