NOW READING:
DC বদলি ক্রিকেটার হিসাবে ঘোষণা করেছে তাঁর নাম, তবে আইপিএলে আদৌ খেলতে পারবেন মুস্তাফিজুর?
May 15, 2025

DC বদলি ক্রিকেটার হিসাবে ঘোষণা করেছে তাঁর নাম, তবে আইপিএলে আদৌ খেলতে পারবেন মুস্তাফিজুর?

DC বদলি ক্রিকেটার হিসাবে ঘোষণা করেছে তাঁর নাম, তবে আইপিএলে আদৌ খেলতে পারবেন মুস্তাফিজুর?
Listen to this article


নয়াদিল্লি: সদ্যই দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ছয় কোটি টাকার বদলে তাঁকে দলে নেওয়ার কথা ঘোষণা করেছে। জ্যাক-ফ্রেজার ম্যাগার্কের বদলি হিসাবে আইপিএলের বাকি ম্যাচগুলির জন্য মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) সই করা হয়েছে। তবে তিনি আদৌ আইপিএলে খেলতে পারবেন কি না, সেই নিয়েই তৈরি হয়েছে জট।

কোনও ক্রিকেটারের আইপিএলে খেলার জন্য সেই দেশের ক্রিকেট বোর্ডের নো অবজেকশন লেটার বা এনওসি লাগে। মুস্তাফিজুর বা আইপিএলের কোনও আধিকারিক, সেই সার্টিফিকেটের জন্য নাকি বাংলাদেশ বোর্ডের সঙ্গে এখনও কথাই বলেননি। উপরন্তু, বাংলাদেশের সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানের বিরুদ্ধে দুইটি টি-টোয়েন্টি সিরিজ়ও রয়েছে যেখানে মুস্তাফিজুর দলে রয়েছেন। সেই সিরিজ়গুলি কিন্তু আইপিএলের চলাকালীনই খেলা হবে। ফলে তিনি কবে আসবেন আদৌ, আসবেন কি না, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে।

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেন, ‘মুস্তাফিজুরের সূচি অনুযায়ী গোটা দলের সঙ্গে আমিরশাহিতে যাওয়ার কথা। আমাদের আইপিএল আধিকারিকরা কোনও কিছু জানাননি। এমনকী মুস্তাফিজুরের প্রতিনিধিদের তরফেও আমাদের সরকারিভাবে এই বিষয়ে কিছু বলা হয়নি।’

আইপিএলে দিল্লি ক্যাপিটালস তাঁকে বদলি ক্রিকেটার হিসাবে ঘোষণা করার ঠিক কিছুক্ষণ আগেই বাঁ-হাতি ফাস্ট বোলার বাংলাদেশ দলের সঙ্গে আমিরশাহির উদ্দেশে উড়ে গিয়েছেন। ওপার বাংলার দল সেখানে ১৭ ও ১৯ মে দুইটি বিশ ওভারের ম্যাচ খেলবে। এরপর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ়ে বাংলা টাইগাররা ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত খেলবে, অর্থাৎ একেবারে আইপিএলের সময়কালেই এই ম্যাচগুলি হবে, তাই স্বাভাবিকভাবেই তাঁর রাজধানীর ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা নিয়ে তৈরি হয়েছে জট।

এরই মধ্যেই আবারা মুস্তাফিজুরকে দলে নেওয়া দিল্লি ক্যাপিটালসকে বয়কটের ডাক উঠেছে। কোনও ক্রিকেটীয় কারণের কথা উঠে আসছে না। বরং তাঁর নেপথ্যে কিন্তু মুস্তাফিজুর। বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তন আর তারপর সে দেশে প্রবল ভারত বিদ্বেষী হাওয়ায় মুস্তাফিজুরকে আইপিএলে নেওয়ার দিল্লি ক্যাপিটালসের সিদ্ধান্ত ভালভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। বিরক্ত হয়ে তাই দিল্লি ক্যাপিটালস বয়কটের ডাক উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং।

শেষমেশ এতশত জল্পনার মাঝে কী হয়, সেটাই দেখা বিষয় হতে চলেছে।

আরও দেখুন





Source link