জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে মিরাটের মুসকানের মত হত্যাকারীর ঘটনা যেন থামছেই না। বরং সেই ঘটনা থেকে আরও অনুপ্রাণিত হয়ে পরপর এই ধরনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। উত্তর প্রদেশের বলরামপুর জেলার একটি গ্রামে মিরাটের ‘সৌরভ হত্যাকাণ্ডে’র মতো একটি জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে। বলরামপুর জেলার একটি গ্রামে এক মহিলা তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার স্বামীকে। মৃতের নাম হরেন্দ্র বর্মা। ২৫ বছর বয়স। পুলিশ গ্রেফতার করেছে ওই মহিলা ও তাঁর স্বামী দুজনকেই।
পুলিশ জানিয়েছে, উমা দেবী আর হরেন্দ্রর চার বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু বিগত এক বছর ধরেই তাঁরা একসঙ্গে ছিলেন। তদন্তে উঠে এসেছে যে ওই মহিলা মতের বিরুদ্ধে এই বিয়ে হয়েছিল। বিয়ের আগে থেকেই উমা দেবীর জিতেন্দ্র বর্মা নামে এক পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর স্বামী হরেন্দ্র এই প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। উমা এবং জিতেন্দ্র, নিজেদের পথের কাঁটা সরানোর জন্যই হরেন্দ্রকে হত্যা করেছে।
আরও পড়ুন: Kanpur Mother beats Son and his girlfriend on the road: প্রেমিকার সঙ্গে নিভৃতে চাউমিনে ঠোঁট যুবকের! অগ্নিশর্মা মা করলেন জুতো-পেটা, চুলোচুলি…
এই ঘটনা ঘটানোর জন্য উমা তাঁর নিজের বাপের বাড়িতে ভাইয়ের বিয়ে উপলক্ষে তার স্বামীকে নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছিল। জিতেন্দ্র, হরেন্দ্রকে শ্বশুরবাড়িতে নিয়ে যায়। সেখানে বন্ধুদের সঙ্গে মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। পুলিশ অফিসার জানান, শনিবার হরেন্দ্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই মামলার তদন্ত চলাকালীন, পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে।
উমা দেবী আর জিতেন্দ্র ছাড়াও মুকেশ কুমার, শচীন যাদব, অখিলেশ যাদব এবং সন্তোষ মুকেশ শাহু জড়িত ছিল।
আরও পড়ুন: Pahalgam Terror Attack suspect: ভয়ংকর ভিডিয়ো! পুলিসের হাত থেকে বাঁচতে নালায় লাফ পহেলগাঁও সন্দেহভাজনের..তারপরেই…
এই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল ছ’টি মোবাইল ফোন, দুটি মোটরসাইকেল, রক্তেভেজা দুটি কাপড়, জুতো আর এই ঘটনা ঘটানোর জন্য ঘাতক চাকু- উদ্ধার করেছে। পুলিশ মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠিয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্তের জন্য ল্যাবে পাঠিয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)