কলকাতা: একটা ইনিংস। একটা ইনিংস তাকে সংবাদের শিরোনামে নিয়ে চলে এসেছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি। টি-২০ ক্রিকেটের নিরিখে হয়তো অবিশ্বাস্য কিংবা অসম্ভব কিছু নয়।
কিন্তু চমকে উঠতে হয়, যখন জানা যায়, সেই ব্যাটারের বয় ১৪ বছর! আইপিএলে (IPL 2025) সর্বকনিষ্ঠ ক্রিকেটার। আইপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার কীর্তিমান। ইউসুফ পাঠানের রেকর্ড ভেঙে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরির মালিক। বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। যাকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে যুবরাজ সিংহরা।
শনিবার থেকে গোটা কলকাতার নজর বিহারের ১৪ বছর বয়সী কিশোরের দিকে। বিস্ময়-কিশোর। ইডেনে শনিবার নেমে পড়ল প্র্যাক্টিসে। সঙ্গে সঙ্গে সব ক্যামেরার লেন্স ঘুরে গেল তার দিকে। রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়কে দেখা গেল সবচেয়ে বেশি সময় দিচ্ছেন কনিষ্ঠতম ছাত্রকেই।
রবিবার বিকেলের ম্যাচে ইডেনে কি নাইটদের আতঙ্ক হয়ে উঠবে বৈভব? রবিবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস ম্যাচে কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। প্রকৃতি রুদ্ররূপ না ধরলেও ব্যাটের চাবুকে কি প্রলয় শুরু করতে পারে বৈভব?
কৌতূহলী ক্রিকেটপ্রেমীরা। কেকেআরের কাছে এখন মরণ-বাঁচন পরিস্থিতি। প্লে অফের দৌড়ে থাকতে প্রত্যেক ম্যাচে জিততেই হবে। রবিবার রাজস্থানকে হারাতে বদ্ধপরিকর নাইট শিবির। কিন্তু বৈভব কাঁটা?
খুব একটা আমল দিচ্ছেন না রোভম্যান পাওয়েল। বরং জানিয়ে দিচ্ছেন, ওষুধও তৈরি তাঁদের। কেকেআরের ক্যারিবিয়ান তারকা বলে দিলেন, ‘আমরা শুধু ওকে থামানোর কথা ভাবছি না। আমাদের পুরো রাজস্থান দলকে নিয়ে ভাবতে হচ্ছে। ওদের সব ব্যাটারকেই আউট করতে হবে। আর আগের ম্যাচে মুম্বই তো ও কৌশলের প্যাঁচে ফেলে আউট করেছিল।’ যেন ইঙ্গিত, কেকেআরও কিশোর ওপেনারের জন্য পেসের ফাঁদ পাতছে। ঠিক যেভাবে মুম্বই ইন্ডিয়ান্সের দীপক চাহার ফিরিয়েছিলেন বৈভবকে। রবিবার বিহারের ক্রিকেটারের জন্য হর্ষিত রানা-বৈভব অরোরাদের পরিকল্পনা হয়তো সারা!
বৈভব কী করছেন? নাইটদের ডেরায় তার পরিকল্পনা কী? প্র্যাক্টিস দেখে বোঝা গেল না। বরং বেশ বিভ্রান্তিকর। প্রতিপক্ষ শিবিরের দিকে কোথায় রক্তচক্ষু মেলে ধরবে, কোথায় কী? কেকেআরের কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে দেখতে পেয়েই হেঁটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল!
তার আগে নেটে বেশ কিছুক্ষণ থ্রো ডাউন নিল। তারপর বাঁহাতি স্পিনারের বলে ব্যাটিং প্র্যাক্টিস করল। কেকেআরের প্রধান দুই স্পিন-অস্ত্র সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী তো অফস্পিনার, তাহলে বাঁহাতির বিরুদ্ধে প্রস্তুতি কেন?
চমকে দেওয়ার ছক? প্রতিপক্ষের কৌশল ঘেঁটে দেওয়ার স্ট্র্যাটেজি?
ভুলে গেলে চলবে না, নাইটদের লড়তে হবে এক কিংবদন্তির মজজাস্ত্রের সঙ্গেও। প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দল। ইডেনে জিতলে কেকেআরের স্বপ্নও কফিনবন্দি করে ফেলা যাবে। গুরু দ্রাবিড় কি কেকেআরের বাড়া ভাতে ছাই ছড়িয়ে দিতে মরিয়া থাকবেন না?