NOW READING:
আইপিএলের মাঝেই কুকুরের নাম নিয়ে নাজেহাল ভারতীয় ক্রিকেট বোর্ড, দিল্লি হাইকোর্টের নোটিশ
May 1, 2025

আইপিএলের মাঝেই কুকুরের নাম নিয়ে নাজেহাল ভারতীয় ক্রিকেট বোর্ড, দিল্লি হাইকোর্টের নোটিশ

আইপিএলের মাঝেই কুকুরের নাম নিয়ে নাজেহাল ভারতীয় ক্রিকেট বোর্ড, দিল্লি হাইকোর্টের নোটিশ
Listen to this article


নয়াদিল্লি: এবারের আইপিএলে অন্যতম আকর্ষণ।

কখনও মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে হ্যান্ডশেক করছে, কখনও রশিদ খানের হাত থেকে জলের বোতল নিচ্ছে। কখনও আবার হার্দিক পাণ্ড্যকে নাচ দেখাচ্ছে।

আইপিএলের মঞ্চে নতুন সদস্য। নাম? চম্পক। আর সেই নাম নিয়েই যত বিভ্রাট। মামলা গড়াল একেবারে দিল্লি হাইকোর্ট পর্যন্ত! নোটিশ ধরানো হল ভারতীয় ক্রিকেট বোর্ডকে।

কে এই চম্পক? ‘রোবট ডগ’। আইপিএলের মাঝে মাঠে যাকে অবশ্যই দেখেছেন। এবারের আইপিএলে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে চম্পক। টসের সময়ও এই রোবট কুকুরকে মাঠে অধিনায়কদের সঙ্গে দেখা যায়। এই রোবট কুকুরের নাম রাখা হয়েছে চম্পক (Champak Robot Dog)। কিন্তু এই নামের কারণেই BCCI হাইকোর্ট থেকে নোটিস পেয়েছে। আসলে এই ঘটনাটা কী?

প্রসঙ্গত, চম্পক নামে একটি বাচ্চাদের পত্রিকাও রয়েছে। যা দিল্লি প্রেস প্রকাশ করে। এই প্রকাশনা BCCI-র বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে। রোবট কুকুরের নাম চম্পক রাখার বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। 

রোবট কুকুরের নাম চম্পক রাখার জন্য BCCI কেন নোটিস পেল?

অভিযোগ করা হয়েছে যে, BCCI রোবট ডগের নাম চম্পক রেখে তার নিবন্ধিত ট্রেডমার্ক লঙ্ঘন করেছে। এ ব্যাপারে বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় দায়ের করা মামলায় নোটিস জারি করেছেন। আদালতে এর পরবর্তী শুনানি ৯ জুলাই হবে।

দিল্লি প্রেসের পক্ষে আইনজীবী অমিত গুপ্তর বরাত দিয়ে বার অ্যান্ড বেঞ্চ তাদের রিপোর্টে লিখেছে, “এই AI যন্ত্রের নাম চম্পক রাখা হয়েছে। IPL চলছে। পণ্যটি আগেই চালু হয়েছিল, কিন্তু এর নাম ২৩ এপ্রিল দর্শকদের ভোটের ভিত্তিতে রাখা হয়েছিল।”

গুপ্ত বলেছেন, “আমার পত্রিকা প্রাণী চরিত্রের জন্য পরিচিত। চলুন আমরা পণ্যটিকে আলাদা ভাবে বিবেচনা করি, কিন্তু এর ব্যবহার ক্ষতি করছে। এটা পত্রিকার ভাবমূর্তি নষ্ট করছে।” 

জড়াল কেন এল বিরাট কোহলির নাম?

এদিকে বিরাট কোহলির নামও মাঝখানে এসেছে। কারণ তাকে ‘চিকু’ নামে ডাকা হয় এবং চিকু একটি চরিত্রের নামও। আদালত বলেছে যে, প্রকাশক কোহলির চিকু নাম ব্যবহারের বিরুদ্ধে গিয়ে রয়্যালটি উপার্জন করতে পারে। তবে গুপ্ত বলেছেন যে, ক্রিকেটার কোনও পণ্য চালু করছে না। যদি সে তা করে তাহলে এটা বাণিজ্যিক শোষণ হবে।

BCCI-র পক্ষে আইনজীবী জে সাই দীপক বলেছেন যে, চম্পক একটি ফুলের নাম। মানুষ এটাকে টেলিভিশন ধারাবাহিকের একটি চরিত্রের সঙ্গে যুক্ত করে দেখছে, পত্রিকার সঙ্গে নয়। দেখতে হবে পরবর্তী তারিখে এ ব্যাপারে কী হয়।

আরও দেখুন



Source link