দিঘা : স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও হচ্ছে তাঁর। এই আবহে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। বিধানসভা ভোটের আগে এই ঘটনা একাধিক প্রশ্ন উস্কে দিচ্ছে রাজনৈতিক মহলে। আজ সকাল থেকেই এক তৃণমূল নেতা বলছিলেন, দিলীপ ঘোষ যদি দিঘায় জগন্নাথ মন্দির যান, তাহলে তাঁর মনে হচ্ছে, সেটা হবে শুভেন্দু অধিকারীর বুক চিরে পৌঁছালেন। তার কারণ, কাঁথিতে শুভেন্দু অধিকারীর কর্মসূচি ছিল। স্বাভাবিকভাবেই এনিয়ে নানা প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলব। বিরোধী দলনেতা সরকার, সরকারের ব্যর্থতা, সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব। বিজেপির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দেবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয়, তাকে সমর্থন করার দায়িত্ব আমার। কিন্তু, কোনও ব্যক্তি তিনি কী করবেন, কী করবেন না, কী বলবেন, কী বলবেন না…সেসব উত্তর আমি দেব না। আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দিই, একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই। একজনেরই বক্তব্যের ত্রুটি-বিচ্যুতি ধরে দিই, একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি। তাঁর নাম হল মমতা বন্দ্যোপাধ্যায়। আর উত্তরদাতার নাম হল শুভেন্দু অধিকারী।”
এদিন কিছুক্ষণ আগেই স্ত্রীকে সঙ্গে নিয়ে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছে যান দিলীপ। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য বিনিময় হয়। উত্তরীয় পরিয়ে দিলীপকে স্বাগত জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। উদ্বোধনের দিনই দিঘার জগন্নাথ মন্দিরে দিলীপের পদার্পণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। জল্পনা বাড়িয়ে দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। প্রসঙ্গত, আজ একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, মুখ্যমন্ত্রী আজই কলকাতা ফিরে আসতে পারেন। অথচ দিঘা থেকে তাঁর ফেরার কথা ছিল কাল। কিন্তু, একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল আজই ফেরার। কিন্তু, শেষ পর্যন্ত প্রশাসনিক সূত্রে জানা যায়, তিনি আজ থাকবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রাণ প্রতিষ্ঠা এবং উদ্বোধনী অনুষ্ঠান করার পর তিনি দিঘায় যেখানে রয়েছেন সেখানে ফিরে গিয়েছিলেন। কিন্তু, অদ্ভুতভাবে দেখা গেল, দিলীপ ঘোষ যখন দিঘা গেট ক্রস করেছেন, তার ঠিক কয়েক সেকেন্ড আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় হঠাৎ বেরোল। মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন জিজ্ঞাসা করা হয়, তিনি কোথায় যাচ্ছেন ? তিনি জানান, জগন্নাথ মন্দিরে আর একবার ঢুকবেন। ঠিক তখনই মেন গেট দিয়ে ঢুকলেন দিলীপ ঘোষ। এই পরিস্থিতিতে অপেক্ষা ছিল, কখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের দেখা হয়। এটা কাকতলীয় ব্যাপার নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, দিলীপ ঘোষ আসার কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়েছিলেন। ফের তিনি মন্দিরে ঢোকেন। তখনই দিলীপ ঘোষের সঙ্গে তাঁর দেখা হয়।
আরও দেখুন