NOW READING:
Chinmoy Krishna Das: দেশদ্রোহিতার মামলায় লম্বা লড়াই, অবশেষে জামিন প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের
April 30, 2025

Chinmoy Krishna Das: দেশদ্রোহিতার মামলায় লম্বা লড়াই, অবশেষে জামিন প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের

Chinmoy Krishna Das: দেশদ্রোহিতার মামলায় লম্বা লড়াই, অবশেষে জামিন প্রাক্তন ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশদ্রোহিতার মামলায় জড়িয়ে জেলে গিয়েছিলেন বাংলাদেশ ইস্কনের প্রাক্তন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। একের পর এক জামিন খারিজ হওয়ার পর অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময়ের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য ও প্রবীর রঞ্জন হালদার। অন্যদিকে, সরকার পক্ষে দাঁড়িয়েছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুইঞা।

উল্লেখ্য, গত বছর ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর ৩১ অক্টোবর চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এ মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়। অভিযোগ ছিল বাংলাদেশের জাতীয় পতাকার উপরে টাঙানো হয়েছে গেরুয়া পতাকা। এরপরই ২৫ নভেম্বর ঢাকায় গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আদালত চিন্ময়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে সেদিন চট্টগ্রামে পুলিস ও আইনজীবীদের সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবীর সাইফুল ইসলাম আলিফকে আদালত চত্বরের বাইরে কুপিয়ে হত্যা করা হয়।এরপর থেকেই কারাগারে আছেন চিন্ময়।

আরও পড়ুন-পহেলগাঁওয়ের বদলা, যে কোনও সময় হামলা! ভারতের ভয়ে ‘হাসপাতালে’ পাক প্রধানমন্ত্রী!

আরও পড়ুন-টাকায় বঙ্গবন্ধু মুজিবের ছবি, বড় বিপদে ইউনূসের বাংলাদেশ! ক্ষতি ১৫,০০০ কোটি…

গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস। সে আবেদনের শুনানি শেষে বিচারপতি মো: আতোয়ার রহমান ও বিচারপতি মো: আলী রেজার হাইকোর্ট বেঞ্চ জামিন প্রশ্নে রুল জারি করেন।

প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ ছিলেন বাংলাদেশ সম্মিলীত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। বাংলাদেশে সংখ্য়ালঘুদের অধিকার নিয়ে লড়াই করে আসছে এই সংগঠন। এই সংগঠনের একাধিক দাবির মধ্যে ছিল বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তায় আইন আনতে হবে, সংখ্য়ালঘুদের বিরুদ্ধে হওয়া মামলায় দ্রুত বিচার করতে হবে এবং একটি সংখ্যালঘু মন্ত্রক করতে হবে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link