NOW READING:
Mostofa Sarwar Farooki: সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্ন! চাকরি হারালেন বাংলাদেশের ৩ সাংবাদিক…
April 30, 2025

Mostofa Sarwar Farooki: সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্ন! চাকরি হারালেন বাংলাদেশের ৩ সাংবাদিক…

Mostofa Sarwar Farooki: সংস্কৃতি উপদেষ্টা ফারুকীকে বিতর্কিত প্রশ্ন! চাকরি হারালেন বাংলাদেশের ৩ সাংবাদিক…
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে (Mostofa Sarwar Farooki) বিতর্কিত প্রশ্ন করা তিন সাংবাদিককে চাকরি থেকে বরখাস্ত করেছে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো। বুধবার নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অব্যাহতির আদেশ পান তারা। অব্যাহতি পাওয়া তিন সাংবাদিক হলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান ও চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাশার।  

ফজলে রাব্বিকে বরখাস্ত করে ইস্যু করা চিঠিতে বলা হয়েছে, ‘অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে ২০১৬ সালের ৫ জুন সতর্কীকরণ এবং পরবর্তীতে ২০২৩ সালের ২৩ অক্টোবর ও গত বছরের ২৯ সেপ্টেম্বর পরপর দুইবার আপনাকে চাকরি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিলো। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে বিশেষ বিবেচনায় চাকরিতে আবার পুনঃবহাল করা হয়। এর পরেও আপনি রিপোর্টিংয়ের ক্ষেত্রে যথাযথ পেশাগত দায়িত্ব পালন না করায় আপনাকে আজ থেকে চাকরি হতে বরখাস্ত করা হলো।’ 

আরও পড়ুন- Casting Couch: ‘পোশাক খোলো, আমি দেখতে চাই…’, সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী…

মিজানুর রহমানকে বরখাস্তের বিষয়ে অফিস আদেশে দীপ্ত টিভি জানায়, ‘আপনাকে জানানো হচ্ছে যে আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা হলো, যা অবিলম্বে কার্যকর হবে। আপনার সব পাওনা কাজী মিডিয়া লিমিটেডের কর্পোরেট অফিস থেকে সংগ্রহ করার অনুরোধ করা হচ্ছে।’
অন্যদিকে, রফিকুল বাশারের নাম উল্লেখ না করে দেওয়া ফেসবুক পোস্টে চ্যানেল আই জানায়, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টার সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তরপর্বে পেশাদারিত্ব প্রদর্শন না করার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট রিপোর্টারের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের তদন্ত শুরু ও দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান।’

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় সচিবালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর ব্রিফিংয়ে বিতর্কিত প্রশ্ন করেন এ তিন টিভি সাংবাদিক। এর মধ্যে ব্রিফিংয়ে দীপ্ত টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক মিজানুর রহমান প্রশ্ন করেন, ‘জুলাই মাসে বাংলাদেশে ১৪০০ শহীদের কথা আপনি বলছেন কেন? এই সংখ্যা কোথায় পেয়েছেন? এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি বলছেন? বাংলাদেশের আদালত তো এখনো রায় দেয়নি।’

চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক রফিকুল বাশার প্রশ্ন করেন, ‘বাংলাদেশে জাতীয় ঐক্য কীভাবে হবে যদি পহেলা বৈশাখের শোভাযাত্রায় আপনারা হাসিনার এফিজি রাখেন?’ আর এটিএন বাংলার ফজলে রাব্বি প্রশ্ন করেন, ‘১৪০০ হত্যা করেছে, এটা আপনি কীভাবে বললেন?’

আরও পড়ুন-Power Outage: ভয়ংকর বিপর্যয়! অন্ধকারে ডুবে গেল স্পেন-পর্তুগাল, বিপদে ফ্রান্স-বেলজিয়াম আর… 

বাংলাদেশের তিন টিভি সাংবাদিককে চাকরিচ্যুতির ঘটনায় বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রকম সংশ্লিষ্টতা নেই বলেই দাবি করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন,‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো।’

গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে ফারুকী লিখেছেন, ‘ম্যাস মার্ডার ডিনায়ালের একটা সুক্ষ্ম চেষ্টা থেকে প্রেস কনফারেন্সে যে কথাগুলা বলেছেন তিনজন টিভি সাংবাদিক, সেই কথাগুলা জুলাই দেখেছে এমন যেকোনো সেনসেটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সম্তান হারিয়েছে মাত্র আট মাস আগে, যে সন্তান খুনির গুলিতে আহত হয়েছে, যে বোন-যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শেলের মতো বিঁধেছে সাংবাদিক তিনজনের কথা।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link