NOW READING:
কালো মেঘে ঢাকল আকাশ, ভোর থেকে ভারী বৃষ্টি শুরু
April 30, 2025

কালো মেঘে ঢাকল আকাশ, ভোর থেকে ভারী বৃষ্টি শুরু

কালো মেঘে ঢাকল আকাশ, ভোর থেকে ভারী বৃষ্টি শুরু
Listen to this article



<p><strong>গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: </strong>বাংলা বছরের শুরু থেকেই স্বস্তির বৃষ্টি। আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এদিন সকাল থেকেই মেঘে ঢাকা একাধিক জেলা। দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলাতে ভোর থেকে শুরু হয়েছে বৃষ্টি।&nbsp;</p>
<p><strong>ভোর থেকে ভারী বৃষ্টি শুরু: </strong>দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং উত্তরপূর্ব অসমে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এবং কোমোরিন এলাকায় ঘূর্ণাবর্ত। ২ মে শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ভোর থেকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। আকাশ কালো মেঘে ছেয়ে আছে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইছে। বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা কমেছে। ভ্যাপসা গরম থেকে স্বস্তি মিলেছে জেলাবাসীর। এই বৃষ্টি গ্রীষ্মের সবজির পক্ষে ভাল হবে বলে মত কৃষকদের।</p>
<p><strong>মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা:</strong> রাজ্যজুড়ে আগামী ৫ দিন অর্থাৎ এই সপ্তাহে তাপমাত্রার বড়সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই। ওড়িশা ও বাংলা উপকূলে সমুদ্রে উত্তাল থাকবে। বাংলার সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।</p>
<p><strong>কোন জেলায় কেমন আবহাওয়া?&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</strong></p>
<p>বাংলা বছরের শুরু থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। গত দু একদিনের বৃষ্টির জেরে নেমেছে তাপমাত্রার পারদও। আগামী কয়েকদিনও রাজ্যের একাধিক জেলায় দুর্যোগের আশঙ্কা রয়েছে।&nbsp;</p>
<p><strong>দক্ষিণবঙ্গের আবহাওয়া: </strong>বুধবার ও শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামী কয়েক দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে। পশ্চিমের জেলা ও পূর্বের জেলা সহ কলকাতা, সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।</p>
<p><strong>উত্তরবঙ্গের আবহাওয়া: </strong>বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা আরো কমবে।&nbsp; শুক্রবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ থাকতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।</p>
<p>&nbsp;</p>



Source link