ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বোমা বিস্ফোরণের চার দিনের মাথায় সাঁইথিয়ার থানার দক্ষিণসিজা গ্রামে এবার বোমা উদ্ধার। গ্রামের বাইরে পুকুর পাড় থেকে প্লাস্টিকের ড্রামে ভরা বোমা উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন, পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় জোরালো হচ্ছে পাক-যোগ ! ‘পাকিস্তানে বসেই হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা ..’?
জানা গিয়েছে, এর আগে এই গ্রামে ফিরোজ শেখের বাড়িতে মজুদ বোমা বিস্ফোরণ হয়েছিল। পাকা দেওয়ালের একাংশ উড়ে যায়। পরে বিস্ফোরণের বিষয়টি ধামাচাপা দিতে ভাঙা দেওয়াল সম্পূর্ণ ভেঙে ফেলা হয়। এখনও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে ২৭ তারিখে সাঁইথিয়া থানার আঁকুডিহি গ্রামে মজুদ বোমা বিস্ফোরণ হয়। বাড়ির মাটির দেওয়ালের একাংশ ভেঙে পড়ে। একজন আহত হয়। ২৮ তারিখ তল্লাশি চালিয়ে এক বালতি বোমা উদ্ধার করে পুলিশ।
সম্প্রতি ফের বোমার আঘাতে রক্তাক্ত হয়েছিল শৈশব। আবারও বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছিল মালদা জেলায়। পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত হয়েছিল দুই শিশু ! আহতদের নিয়ে যাওয়া হয়েছিল সিলামপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছিল কালিয়াচক থানা এলাকার বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে।ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছিল কালিয়াচক থানার পুলিশ। পুলিশ ওই এলাকাকে ফিতে দিয়ে ঘিরে ফেলেছে, পাশাপাশি বোম স্কোয়াডেও খবর দেওয়া হয়েছিল পুলিশের তরফে। স্থানীয় সূত্রে খবর, বিকেল তিনটে নাগাদ পাঁচ শিশু পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানেই একটি বল পায় ওই শিশুরা। ওই বলটি নিয়ে খেলতে গিয়েই বিপত্তি ঘটে। বলটিকে মাটিতে ছুঁড়তেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আহত হয় দুই শিশু , বাকিরা বিস্ফোরণের আওয়াজে অচৈতন্য হয়ে গিয়েছিল।
অতীতে লালগোলা থানা এলাকাতেও এমন ঘটনা ঘটেছিল। নসীপুর দিয়ার এলাকায় পরিতক্ত বাড়িতে রাখা হয়েছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল ওই দুই ছাত্র- ছাত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকা জুড়ে। বছর দুয়েক আগে পূর্ব মেদিনীপুরেও ঘটেছিল মর্মান্তিক ঘটনা। খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী। প্রতিবারের মতো সেবারও প্রশাসনের তরফে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল কোলাঘাটের বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ফিরল এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে ঝলসে ১১ জনের মৃত্য়ুর ভয়াবহ স্মৃতি।
আরও দেখুন