NOW READING:
Pahalgam Terror Attack: জিপলাইন অপারেটরের মুখে কেন ‘আল্লাহু আকবর’ ধ্বনি? পহেলগাঁও কাণ্ডে চাঞ্চল্য়কর তথ্য!
April 30, 2025

Pahalgam Terror Attack: জিপলাইন অপারেটরের মুখে কেন ‘আল্লাহু আকবর’ ধ্বনি? পহেলগাঁও কাণ্ডে চাঞ্চল্য়কর তথ্য!

Pahalgam Terror Attack: জিপলাইন অপারেটরের মুখে কেন ‘আল্লাহু আকবর’ ধ্বনি? পহেলগাঁও কাণ্ডে চাঞ্চল্য়কর তথ্য!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে সরাসরি কোনও যোগ নেই। ‘স্বাভাবিক প্রতিক্রিয়া’তেই সেদিন ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়েছিলেন জিপলাইন অপারেটর মুজামিল। NIA সূত্রে তেমনই খবর।

আরও পড়ুন:  Pahalgam Terror Attack: কবে-কখন-কোথায় প্রত্যাঘাত ঠিক করুক সেনা! জঙ্গিদমনে খোলা ছুট প্রধানমন্ত্রীর, এবার…

ঘটনাটি ঠিক কী? পহেলগাঁও কাণ্ডে সবচেয়ে হাড়হিম করা ভিডিয়ো প্রকাশ্যে ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বৈসরনে জিপলাইন রাইডে চড়ছেন এক পর্যটক। গোটা জিপলাইনের রাইডেই তিনি সেলফি স্টিকে ক্যামেরা ধরে রেখেছেন। আর তাঁর অজান্তেই সেই ক্যামেরায় উঠে এসেছে জঙ্গিদের নারকীয় হত্যালীলা। শোনা যাচ্ছে মুহুমুহু গুলির শব্দ! পর্যটক আতঙ্কে দৌড়দৌড়ি করছেন। এমনকী, অনেককে গুলি খেয়ে লুটিয়ে পড়তেও দেখা যাচ্ছে ভিডিয়োতে। 

এদিকে ওই পর্যটক তখন জিপলাইনে ওঠে পড়েছেন। ভিডিও দেখা যাচ্ছে, রাইড শুরু করার আগে তিনবার ‘আল্লাহ-হু-আকবর’ ধ্বনি দিচ্ছেন জিপ অপারেটর। ঘটনাচক্রে এর কয়েক সেকেন্ড পরই গুলি চলতে শুরু করে বৈসরন উপত্যকায়! যে পর্যটকে ভিডিয়ো এখন ভাইরাল, সেই পর্যটকের দাবি, জিপলাইনে চড়েছিলেন তাঁর স্ত্রী ও ছেলেও। তখন জিপ অপারেটরের মুখে ওই ধ্বনি শোনা যায়নি। তা শোনা যায় শুধুমাত্র তিনি ওঠার পর ও গুলি চলার কয়েক সেকেন্ড আগে। আর তাতে দানা বেঁধেছে সন্দেহ।

জিজ্ঞাসাবাদের জন্য মুজামিল নামে ওই জিপলাইন  অপারেটরকে নিজেদের হেফাজতে নেয় NIA। তবে ওই জিপলাইন অপারেটরের জঙ্গি-যোগ মেলেনি। সূত্রের দাবি, মুজাম্মিলের ওই প্রতিক্রিয়াকে ‘স্বাভাবিক’ বলেই মনে করছেন গোয়েন্দারা।  কোনও ধর্মের মানুষই বিপদ আঁচ করে যে ভাবে ধর্মীয় শব্দবন্ধ ব্যবহার করেন, মুজাম্মিলও তেমনই করেছিলেন।

আরও পড়ুন:  Pahalgam Terror Attack: কালি-৫০০০; ভারতের গুপ্ত ভয়ংকর অস্ত্র বোঝে স্রোত, গগনে গলাবে ছুটন্ত ক্ষেপণাস্ত্রও!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link