NOW READING:
SSC CGL 2025: বিরাট আপডেট! প্রচুর শূন্যপদে পরীক্ষার তারিখ প্রকাশ করল SSC, যোগ্যতা কী? বেতন কত?
April 29, 2025

SSC CGL 2025: বিরাট আপডেট! প্রচুর শূন্যপদে পরীক্ষার তারিখ প্রকাশ করল SSC, যোগ্যতা কী? বেতন কত?

SSC CGL 2025: বিরাট আপডেট! প্রচুর শূন্যপদে পরীক্ষার তারিখ প্রকাশ করল SSC, যোগ্যতা কী? বেতন কত?
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৪-২৫ সালের চূড়ান্ত SSC CGL শূন্যপদ প্রকাশ করেছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষা ২০২৪-এর অধীনে টায়ার ২ পরীক্ষার জন্য যোগ্যতা অর্জনকারী সমস্ত প্রার্থীরা SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট- ssc.gov.in-এ শূন্যপদের নানান আপডেট দেখতে পাবেন। 

এসএসসি আসন্ন সকল এসএসসি পরীক্ষার জন্য ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ক্যালেন্ডার প্রকাশ করেছে। ক্যালেন্ডার অনুসারে, এসএসসি সিজিএল ২০২৫ এর বিজ্ঞপ্তি জারি হয়। এখানে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ২২ এপ্রিল ২০২৫ তারিখ থেকে। শূন্যপদ, নির্বাচন প্রক্রিয়া, পরীক্ষার ধরণ এবং গুরুত্বপূর্ণ তারিখ সহ সমস্ত বিবরণ সহ বিস্তারিত বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল পোর্টাল, ssc.gov.in-এ প্রকাশিত হবে। বিজ্ঞপ্তির পিডিএফ প্রকাশিত হওয়ার পরে এখানে আপডেট করা হবে।

স্টাফ সিলেকশন কমিশন (SSC) প্রতি বছর স্নাতক প্রার্থীদের জন্য সবচেয়ে লোভনীয় চাকরির পরীক্ষা পরিচালনা করে। SSC স্নাতক স্তরের পরীক্ষা। SSC CGL পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের বিভিন্ন সরকারি মন্ত্রণালয় এবং গ্রেড B এবং C পদে নিয়োগ দেওয়া হয়। পরীক্ষাটি দুটি স্তরে অনুষ্ঠিত হয়ে থাকে। সহকারী নিরীক্ষা কর্মকর্তা (Assistant Audit Officer)/ সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (Assistant Accounts Officer) পদের জন্য আবেদনকারীদের তৃতীয় স্তরের পরীক্ষাও হয়ে থাকে। 

আরও পড়ুন: Indian Railway Exam: বদলে গেল রেলের পরীক্ষার ধরণ, কীভাবে নিয়োগ জানালেন দিলীপ কুমার…

SSC CGL 2025 পরীক্ষার হাইলাইটস

স্টাফ সিলেকশন কমিশন হল SSC CGL পরীক্ষার আয়োজক সংস্থা। এটি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে গ্রুপ B এবং C পদের জন্য প্রার্থীদের নিয়োগ করে। SSC CGL 2025 পরীক্ষার প্রধান হাইলাইটগুলি নীচে দেওয়া হল। 

এসএসসি সিজিএল (SSC CGL) ২০২৫ এর পুরো নাম কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল (Staff Selection Commission – Combined Graduate Level Examination)। পরীক্ষাটি সাধারণত অনলাইনে হয়ে থাকে। এখনও অবধি জানা যাচ্ছে, এখানে আবেদন করা যাবে ১১ জুন থেকে ১০ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত। এই পরীক্ষার সম্বন্ধে বিস্তারিত জানতে নজর রাখতে হবে এর অফিশিয়াল ওয়েবসাইটের দিকে www.ssc.gov.in। 

এসএসসি সিজিএল ২০২৫ পরীক্ষার তারিখ

স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি সিজিএল পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। এসএসসি সিজিএল পরীক্ষা ২৬শে সেপ্টেম্বর, ২০২৪ -এ সম্পন্ন হয়েছে। তবে, উত্তরপত্র ৩রা অক্টোবর প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় স্তরের পরীক্ষা ২০২৫ -এর জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। নিম্নলিখিত টেবিলে এসএসসি সিজিএল ২০২৫ আবেদনের তারিখ এবং পরীক্ষার তারিখ দেখুন। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি  হবে এই মাসে।  টায়ার ১ পরীক্ষা জুন থেকে জুলাই-এ হওয়ার সম্ভাবনা। টায়ার ২ অক্টোবর মাসে হওয়ার সম্ভাবনা। এই পরীক্ষা ১৮ থকে ৩২ বছরের ক্যান্ডিডেটরা দিতে পারবেন। টায়ার ১ এর পরীক্ষা হবে ১ ঘনটা ধরে হবে এবং টায়ার ২ -এ পেপার ১ পরীক্ষা হবে ১৫০ মিনিট ধরে হবে, পেপার ২-এর পরীক্ষা হবে ১২০ মিনিট ধরে, পেপার ৩ -এর পরীক্ষা হবে ১২০ মিনিট ধরে। 

স্টাফ সিলেকশন কমিশনের এই পরীক্ষা ইংরেজি ও হিন্দি ভাষায় অনুষ্ঠিত হয়ে থাকে। এই পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইট http://ssc.gov.in। এই পরীক্ষা দিতে Unreserved Category/OBC ক্যাটাগরির পরীক্ষার্থীদের লাগবে ১০০ টাকা এবং Reserved Category (মহিলা, তপশিলি জাতি, প্রাক্তন সেনা) -দের কোনও টাকা দিতে হবে না। 

আরও পড়ুন: Baba Vanga’s Predictions for 2025: না, শুধু ভয়াবহ-ভয়ংকর পূর্বাভাসই দেননি তিনি, করেছেন অভূতপূর্ব এক ভবিষ্যদ্বাণীও! বাবা ভাঙ্গা বলেছেন…

SSC CGL 2025 যোগ্যতার মানদণ্ড

১৮-৩০ বছর – সহকারী
১৮-২৭ বছর – পরিদর্শক (কেন্দ্রীয় মাদকদ্রব্য ব্যুরো)
২০-৩০ বছর – সহকারী বিভাগীয় কর্মকর্তা, সহকারী, নিরীক্ষক, উপ-পরিদর্শক, জুনিয়র হিসাবরক্ষক, কর সহকারী, ইন্সপেক্টর (সিবিএন) কম্পাইলার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, উচ্চ বিভাগের ক্লার্ক
৩০ বছরের কমে- সহকারী নিরীক্ষা কর্মকর্তা, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রতিরোধক কর্মকর্তা পরিদর্শক, সহকারী নিরীক্ষা কর্মকর্তা, কেন্দ্রীয় আবগারি পরিদর্শক, পরিদর্শক (পরীক্ষক), সহকারী প্রয়োগকারী কর্মকর্তা, সহকারী বিভাগীয় কর্মকর্তা, আয়কর পরিদর্শক
৩২ বছর পর্যন্ত – জুনিয়র পরিসংখ্যান তদন্তকারী
৩০ বছর পর্যন্ত – উপ-পরিদর্শক, সহকারী এনফোর্সমেন্ট পদ।

এসএসসি সিজিএল শিক্ষাগত যোগ্যতা 

সহকারী কর্মকর্তা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। কাঙ্ক্ষিত যোগ্যতা: সিএ/সিএস/এমবিএ/খরচ এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট/বাণিজ্যে স্নাতকোত্তর/ ব্যবসায় শিক্ষায় স্নাতকোত্তর।

জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা (জেএসও)- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, দ্বাদশ শ্রেণীতে গণিতে ন্যূনতম ৬০% সহ নম্বর অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, পরিসংখ্যান সহ স্নাতক স্তরের একটি বিষয়।

কম্পাইলার- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, এছাড়াও এই পরীক্ষায় থাকবে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত। 

অন্যান্য পোস্ট- যেকোনো বিষয়ে স্নাতক হতে হবে। 

বেতন-

Pay Level 8 – ৪৭৬০০ টাকা – ১৫১১০০ টাকা পর্যন্ত
Pay Level 7 ৪৪৯০০ টাকা থেকে – ১৪২৪০০ টাকা পর্যন্ত
Pay Level 6 ৩৫৪০০ টাকা – ১১২৪০০ টাকা পর্যন্ত
Pay Level 5 ২৯২০০ টাকা – ৯২৩০০ টাকা পর্যন্ত
Pay Level 4 ২৫৫০০ টাকা – ৮১১০০ টাকা পর্যন্ত।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link