<p><strong>জয়পুর:</strong> ‘পিঙ্ক সিটি’-তে হুলস্থুল কাণ্ড। ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে চারিদিকে শোরগোল। মতান্তরে বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে এক ১৪ বছর বয়সি তরুণ তুর্কি সেঞ্চুরি হাঁকাচ্ছে, এই ঘটনা তো আর যা তা বিষয় নয়। তবে বৈভব যে শুধু শতরান হাঁকাল, তা নয়, তার সেঞ্চুরি এল বিশ্বমানের এক বোলিং আক্রমণের বিরুদ্ধে, তাও আবার মাত্র ৩৫ বলে। আজ অবধি কোনও ভারতীয় এত কম বলে সেঞ্চুরি হাঁকাতে পারেনি। তাই স্বাভাবিকভাবেই বৈভবকে নিয়ে চারিদিকে হইচই।</p>
<p>ক্রিকেটপ্রেমীরা তো বৈভবের প্রতিভায় বিস্মিত বটেই, মন্ত্রমুগ্ধ ২২ গজের কিংবদন্তিরাও। সচিন তেন্ডুলকর থেকে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, সকলেই বৈভবকে প্রশংসায় ভরিয়ে দিলেন। ভারতের টি-টোয়েন্টি বিশ্বজয়ী অধিনায়ক তথা <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ের সফলতম নেতা (ট্রফি জয়ের নিরিখে) রোহিত বৈভবের ইনিংসের পর নিজের সোশ্যাল মিডিয়ার একটি স্টোরিতে তার ছবি দিয়ে লেখেন, ‘ক্লাস’।</p>
<p>সচিন নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘বৈভবের অকুতোভয় মনোভাব, ব্যাট স্পিড, লেংথ দ্রুত বুঝতে পারা এবং দেওয়ার পিছনে খাটা খাটনির মিশেলে এই দুরন্ত ইনিংস তৈরি হয়েছে। ফলাফল: ৩৮ বলে ১০১। দারুণ খেলেছ।’ টিম ইন্ডিয়ার বিশ ওভারের দলের নেতা সূর্যকুমার স্টোরিতে লেখেন, ‘এই তরুণের সবকিছু লন্ডভণ্ড করে দেওয়া এক ইনিংসের সাক্ষী থাকলাম। একেবারে অবিশ্বাস্য।'</p>
<p>যুবরাজ সিংহ আবার বৈভবের বয়সের কথা মনে করিয়ে দেন। তিনি লেখেন, ‘১৪ বছর বয়সে আপনারা কী করছিলে? ‘</p>
<p> </p>
Source link
সূর্যবংশীর বৈভবে মন্ত্রমুগ্ধ ক্রিকেটবিশ্ব, বিস্মিত সচিন থেকে রোহিত
