NOW READING:
৭ মে উচ্চ মাধ্যমিকের ফল, wb12.abplive.com-এ দেখা যাবে রেজাল্ট
April 28, 2025

৭ মে উচ্চ মাধ্যমিকের ফল, wb12.abplive.com-এ দেখা যাবে রেজাল্ট

৭ মে উচ্চ মাধ্যমিকের ফল, wb12.abplive.com-এ দেখা যাবে রেজাল্ট
Listen to this article


কলকাতা : আগামী ৭ মে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হবে। এদিন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। বেলা সাড়ে ১২টায় ফল ঘোষণা করা হবে। ওইদিন সল্টলেকে বিদ্যাসাগর ভবনে কাউন্সিলের তরফে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল ঘোষণা করা হবে। এরপর একই দিনে দুপুর ২টো থেকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও ফল দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। রাজ্যের ৫৫টি কেন্দ্র থেকে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষকে মার্কশিট ও শংসাপত্র বিলি করা হবে। ওইদিনেই নিজ নিজ স্কুল থেকে মার্কশিট পেয়ে যাবে ছাত্র-ছাত্রীরা। 

নীচের এই লিঙ্কগুলিতে ঢুকে দেখা যেতে পারে উচ্চ মাধ্যমিকের ফল-

১. https://result.wb.gov.in
২. https://wb12.abplive.com-এ লগইন করে দেখা যাবে রেজাল্ট

 

বিস্তারিত আসছে..

আরও দেখুন



Source link