NOW READING:
দিল্লির বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচ কেকেআরের, প্লে অফের জায়গা করার সম্ভাবনাই বা কতটা?
April 28, 2025

দিল্লির বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচ কেকেআরের, প্লে অফের জায়গা করার সম্ভাবনাই বা কতটা?

দিল্লির বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচ কেকেআরের, প্লে অফের জায়গা করার সম্ভাবনাই বা কতটা?
Listen to this article


কলকাতা: গতবারের চ্যাম্পিয়ন। এবারের আইপিএলে একেবারেই ভাল জায়গায় নেই কলকাতা নাইট রাইডার্স। এখনও পর্যন্ত ৯ ম্য়াচ খেলে ৭ পয়েন্ট ঝুলিতে। ৩টি জয় ও একটি ম্য়াচে বৃষ্টির জন্য পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। এই পরিস্থিতিতে প্লে অফের দৌড়ে টিকে থাকতে হল আগামীকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্য়াচ কার্যত রাহানেদের কাছে ডু অর ডাই ম্য়াচ হতে চলেছে।

আগের ম্য়াচে পঞ্জাবের বিরুদ্ধে ইডেনে ২০২ রান তাড়া করতে নেমে প্রথম ওভারে বিনা উইকেটে ৭ রান তুলেছিল কেকেআর। এরপরই ঝড়বৃষ্টি শুরু হলে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে এক পয়েন্ট ঝুলিতে পুরতে পেরেছে ৩ বারের ট্রফিজয়ীরা। এই পরিস্থিতিতে টুর্নামেন্টে এখনও প্লে অফের আশা জিইয়ে রাখতে পেরেছে কেকেআর। এখনও পাঁচটি ম্য়াচ বাকি তাদের। সবগুলো জিতলে পয়েন্ট হবে ১৭। অটোমেটিকভাবেই প্লে অফের টিকিট নিশ্চিত হয়ে যাবে কেকেআরের তখন। দিল্লির পরে রাজস্থান, সিএসকে ও হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। এই তিনটি দলই পয়েন্ট টেবিলে একেবারে নীচের দিকে রয়েছে। যা কিছুটা ইতিবাচক দিকে কেকেআরের জন্য। আর আরসিবির সঙ্গে লিগে নিজেদের শেষ ম্য়াচ খেলবে কেকেআর। কিন্তু সেই ম্য়াচ চিন্নাস্বামীতে। আর হোম ম্য়াচে এই মরশুমে একেবারেই রেকর্ড ভাল নয় আরসিবির।

কেকেআরকে আত্মবিশ্বাস জোগাবে আরও একটি বিষয়। ২০২১ সালেও আক্রমণাত্মক খেলা খেলে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছিল অইন মর্গয়ানের দল। অজিঙ্ক রাহানের দলকেও সেই পন্থাই অবলম্বন করতে হবে। এছাড়া ২০১৪ আইপিএলে টানা ৭টি ম্য়াচ জিতেছিল কেকেআর। সেবারও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন নাইট রাইডার্স। রাহানের দলও কি মিরাক্যাল ঘটাতে পারবে?

এদিকে, পঞ্জাব ম্য়াচের পর কেকেআর পেসার বৈভব আরোরা জানিয়েছিলেন, ‘দুর্ভাগ্যবশত ম্যাচটিতে কোনও ফলাফল বের হয়নি। তবে শূন্য পয়েন্ট পাওয়ার থেকে এক পয়েন্ট ভাল। কে বলতে পারে এই এক পয়েন্টের জন্যই হয়তো আমরা (প্লে-অফে) কোয়ালিফাই করে গেলাম। আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখব।’ 

এদিকে, গতকাল দিল্লি ক্যাপিটালসকে হারানোর সঙ্গে সঙ্গে আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে আরসিবি। এই মুহূর্তে ১৪ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে রজত পাতিদারের দল। এছাড়া পরের তিনটি স্থানে রয়েছে গুজরাত টাইটান্স, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।

আরও পড়ুন: গুজরাতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ

আরও দেখুন



Source link