নয়াদিল্লি: যে রাজ্যের হয়ে, যে মাঠে ক্রিকেট খেলে তাঁর পরিচিতি, সেই মাঠেই রবিবার ব্যাট হাতে জ্বলে উঠেছেন বিরাট কোহলি (Virat Kohli) । দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ঝকঝকে হাফসেঞ্চুরি করেছেন । কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ম্যাচ জিতে প্লে অফের দিকে আর এক কদম এগিয়ে গিয়েছে ।
দিল্লি ক্যাপিটালস ম্যাচের পরই কোহলি এমন এক কাণ্ডে করলেন, যা দেখে মুগ্ধ ভক্ত অনুরাগীরা । মাঠে কোহলির আচরণ দেখে সকলেই মুগ্ধ । বলাবলি হচ্ছে, কোহলির এই মানসিকতা দেখে শেখার মতো ।
রবিবার দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি ম্যাচ দেখতে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন রাজকুমার শর্মা (Rajkumar Sharma) । যাঁর আর এক পরিচয়, তিনি কোহলির শৈশবের কোচ । ম্যাচ শেষ হওয়ার পরই মাঠে প্রবেশ করেন রাজকুমার । তাঁকে দেখেই পায়ে হাত দিয়ে প্রণাম করেন কোহলি । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় । লেখালিখি শুরু হয়, গুরুদক্ষিণা দিতে হলে কোহলির কাছ থেকে তা শেখা উচিত ।
“𝗪𝗲’𝗿𝗲 𝗵𝗲𝗿𝗲 𝘁𝗼 𝗱𝗼 𝘀𝗼𝗺𝗲𝘁𝗵𝗶𝗻𝗴 𝘀𝗽𝗲𝗰𝗶𝗮𝗹”: 𝗞𝗿𝘂𝗻𝗮𝗹 𝗣𝗮𝗻𝗱𝘆𝗮 🥹
6 wins in 6 away games, top of the table, and contributions from different players in different games have made this extra special this year. All that and more, in Part 1 of our… pic.twitter.com/C4KzpqsrXn
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 28, 2025
রবিবার মাঠে কোহলি ও দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটার কে এল রাহুলের একটি উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে । কোহলিকে দেখা যায়, ব্যাটিং করার ফাঁকে দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার রাহুলকে ডেকে উত্তেজিতভাবে কিছু বলছেন । রাহুলও পাল্টা বলেন । পরে ধারাভাষ্যকার পীযূষ চাওলা জানান, কী কারণে বিবাদে জড়িয়েছিলেন দুই তারকা ।
জানা গিয়েছে, ফিল্ডিং সাজাতে দেরি করছে দিল্লি, রাহুলের কাছে এমনই অভিযোগ করেন বিরাট । রাহুলও চুপ থাকেননি । তিনি জানান, দিল্লি মোটেও ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করছে না । তাতে তাঁদের দলেরই মন্থর ওভার রেটের জন্য সমস্যায় পড়তে হতে পারে । ম্যাচের শেষে অবশ্য দুই তারকাকে মজা করতেও দেখা যায় ।-
আরও দেখুন