সেলিম রেজা, ঢাকা: কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলতি উত্তেজনার মধ্যে বাংলাদেশে আসন্ন সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ঢাকার পাকিস্তান হাই কমিশন। আগামী রবিবার দুই দিনের সরকারি সফরে ইসাক দারের ঢাকায় আসার কথা ছিল। গত ১৭ এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফরের সময় মন্ত্রী পর্যায়ের এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছিল। ইসাক দারের ঢাকা সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা ছিল। এসব বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করেছে বাংলাদেশ ও পাকিস্তান।
আরও পড়ুন: Top Lashkar-e-Taiba Commander killed: পহেলগাঁও-কাণ্ডের পরে পালটা আক্রমণে নিহত লশকর-ই-তৈবার শীর্ষ নেতা! প্রথম রক্তের স্বাদ ভারতের…
আরও পড়ুন: Mosque’s Prayer After Pahalgam Attack: ‘সন্ত্রাসীর কোনও ধর্ম নেই’! জঙ্গিহানায় নিহতদের শোকে কেঁদে উঠল দেশের সাড়ে ৫ লাখ মসজিদ! আগামী শুক্রবার জুম্মার প্রার্থনায়…
দুদিন আগে পহেলগাঁওয়ে মর্মান্তিক জঙ্গিহানায় ২৬ জনের মৃত্যু ঘটেছে। ধর্মপরিচয় জেনে-জেনে এই হত্যালীলা চালানো হয়েছে সেখানে। ভারত সঙ্গে সঙ্গে এই কাণ্ডের পিছনের শত্রুদের ধরতে নেমে পড়েছে। শুরু হয়ে গিয়েছে অপারেশন। বান্দিপুরায় এনকাউন্টারে মারা গিয়েছে লশকর-ই-তৈবার শীর্ষনেতা। যারা সেদিন জঙ্গিহামলায় যুক্তছিল এমন দুই জঙ্গির ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। সরাসরি হিন্দুনিধনের মতো ঘটনায় বিস্মিত সারা দেশ, সারা বিশ্ব!
প্রসঙ্গত, কদিন আগেই ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী সংগীতযাত্রা সং মার্চ শুরু করেছে বাংলাদেশের জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পল্টনের মুক্তাঙ্গন থেকে এই কর্মসূচি শুরু হয়েছিল। ঢাকার মুক্তাঙ্গন থেকে পিকআপ ভ্যানে চেপে ইসলামী সংগীত পরিবেশন করতে-করতে সংগীতযাত্রা শুরু করেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সদস্যরা। এই সং মার্চ থেকে ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকার বারিধারা এলাকায় ভারতীয় দূতাবাসে প্রতিবাদলিপি দেবেন তাঁরা। সং মার্চ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি কবি মুহিব খান বলেন, ‘১৯৪৭ সালের দেশভাগের পর থেকে ভারত জুড়ে নানা সময়ে নানা স্থানে নানাভাবে সেখানকার মুসলমানদের ওপর হত্যা, গুম, ধর্ষণ, ধ্বংসযজ্ঞ, উচ্ছেদ ও লাঞ্ছনা-সহ নানা নির্যাতন হয়ে আসছে। আমরা বিশ্ব মুসলিম উম্মাহর অঙ্গ ও অংশ হিসেবে এবং আধুনিক বিশ্বের মানবতাবাদী সভ্য মানুষ হিসেবে এসবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)