NOW READING:
Indian Embassy in Islamabad: ভয়ংকর! ইসলামাবাদে আক্রান্ত ভারতীয় দূতাবাস, চলছে তাণ্ডব…
April 24, 2025

Indian Embassy in Islamabad: ভয়ংকর! ইসলামাবাদে আক্রান্ত ভারতীয় দূতাবাস, চলছে তাণ্ডব…

Indian Embassy in Islamabad: ভয়ংকর! ইসলামাবাদে আক্রান্ত ভারতীয় দূতাবাস, চলছে তাণ্ডব…
Listen to this article


অমিত ভরদ্বাজ: মঙ্গলবার পহেলগাঁও-এ ভয়ংকর জঙ্গিহানার (Pahalgam Attack) পর বুধবারই পাকিস্তানিদের ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল ভারত সরকার। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছিল ২ দিনের মধ্যেই ছাড়তে হবে ভারত। একই ঘোষণা পাকিস্তানের (Pakistan)। ভারতীয় দূতাবাসের উপদেষ্টাদের দেশ ছাড়ার নির্দেশ দেয় পাকিস্তান সরকার। এরই মাঝে বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে হামলা চালায় পাকিস্তানিরা। ভারতবিদ্বেষী জনতার আক্রমণ হয় দূতাবাসে, গেট ভাঙারও চেষ্টা করা হয়।

আরও পড়ুন- Arijit Singh | Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় শোকাহত অরিজিত্‍, প্রতিবাদে বড় সিদ্ধান্ত গায়কের…

জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সিসিএস সভায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায়, ভারত কঠোর পদক্ষেপ নেয় এবং সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে। একইসঙ্গে, ভারতের এই পদক্ষেপের পর পাকিস্তান উদ্বিগ্ন হয়ে পড়েছে। পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে, পাশাপাশি ওয়াঘা সীমান্তও বন্ধ করে দিয়েছে। এছাড়াও, পাকিস্তান সিমলা চুক্তি সহ সকল দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। 

পাকিস্তান বৃহস্পতিবার সমস্ত ভারতীয় মালিকানাধীন বা ভারত-পরিচালিত বিমান সংস্থার জন্য তার আকাশসীমা বন্ধ করে দেয়। তৃতীয় যে কোনো দেশ থেকে ভারতে আসা এবং বা পাকিস্তান হয়ে ভারতে যাওয়া বিমানের জন্যও এই ব্যবস্থা কার্যকর হবে। পাকিস্তান ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের প্রতিরক্ষা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উপদেষ্টাদের আগামী ৩০ এপ্রিলের মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশও দেওয়া হয়েছে। শিখ তীর্থযাত্রী ছাড়া বাকি সব ভারতীয় নাগরিকের ভিসা বাতিল করে তাদেরও দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে পাকিস্তান।

আরও পড়ুন- Bangladesh: ঢাকায় চরমে ভারত বিদ্বেষ! গান গাইতে গাইতে দূতাবাস দখল করতে রাস্তায় হাজার হাজার মানুষ…

প্রসঙ্গত, বুধবার ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয় যে, ভারতীয় নাগরিকদের পাকিস্তান ভ্রমণে যেতে কড়া বারণ করা হয়। বর্তমানে পাকিস্তানে থাকা ভারতীয় নাগরিকদেরও যত তাড়াতাড়ি সম্ভব ভারতে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link