NOW READING:
‘পহেলগাঁও-সর্বদল বৈঠকে ডাকা হল না কেন’? ফুঁসে উঠলেন ওয়েইসি, শেষে ফোন করলেন শাহ
April 24, 2025

‘পহেলগাঁও-সর্বদল বৈঠকে ডাকা হল না কেন’? ফুঁসে উঠলেন ওয়েইসি, শেষে ফোন করলেন শাহ

‘পহেলগাঁও-সর্বদল বৈঠকে ডাকা হল না কেন’? ফুঁসে উঠলেন ওয়েইসি, শেষে ফোন করলেন শাহ
Listen to this article


নয়াদিল্লি: কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনায় নিরাপত্তায় খামতির কথা উঠে আসছে বারংবার। সেই আবহে দিল্লিতে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই সর্বদল বৈঠক নিয়ে বিতর্ক দেখা দিল। কারণ All India Majlis-e-Ittehadul Muslimeen সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি দাবি করেন, ওই বৈঠকে রাখা হয়নি তাঁকে। সর্বদল বৈঠকের নামে কেন এই দ্বিচারিতা, প্রশ্ন তুলেছেন তিনি। শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বহরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে ফোন করেন বলে খবর। (All Party Meeting on Pahalgam)

মঙ্গলবার কাশ্মীরের পহলগাঁওয়ে জঙ্গিদের হামলায় প্রাণ গিয়েছে ২৬ জন নিরীহ মানুষের। সেই নিয়ে সর্বদল বৈঠকের ডাক দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই বৈঠক থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওয়েইসি। সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘পহেলগাঁও সংক্রান্ত সর্বদল বৈঠক নিয়ে গতকাল রাতে কিরেণ রিজিজুর সঙ্গে কথা হয়। উনি জানান, অন্তত ৫-১০ সাংসদ রয়েছেন, এমন দলগুলিকেই বৈঠকে ডাকার কথা ভাবছেন ওঁরা। কেন ছোট দলগুলিকে ডাকা হবে না জানতে চাইলে জানান, তাতে বৈঠক দীর্ঘায়িত হতে পারে। ছোট দলগুলির কথা বলতে গেলে রসিকতা করে জানালেন, আমার গলা নাকি এমনিতেই চড়া। এটা বিজেপি বা অন্য দলের অভ্যন্তরীণ বৈঠক নয়, সর্বদল বৈঠক থেকে সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা যায়। নরেন্দ্র মোদি সকলের কথা শুনতে একঘণ্টা সময়ও খরচ করতে পারবেন না’? (Asaduddin Owaisi)

ওয়েইসিকে কেন বৈঠকে ডাকা হল না, সেই নিয়ে বিতর্ক হতে সময় লাগেনি। এর পরই বিকেলে খবর আসে শাহ ফোন করেছেন ওয়েইসিকে। তিনি বৈঠকে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন। ওয়েসি সেই খবরে সিলমোহর দিয়ে বলেন, “জাতীয় স্বার্থেই সর্বদল বৈঠক ডাকা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এই মাত্র ফোন করেছিলেন। জানতে চাইলেন আমি কোথায় আছি। বৈঠকে যেতে বলেছেন উনি। সবচেয়ে আগে যে টিকিট পাওয়া যাবে, তা কেটে দিল্লিতে সর্বদল বৈঠকে যাচ্ছি আমি।” বৃহস্পতিবার সন্ধেয় সর্বদল বৈঠকে যোগ দেবে সব রাজনৈতিক দল।

আরও দেখুন





Source link