<p style="text-align: justify;"><strong>করাচি:</strong> আইপিএলে পাকিস্তান ক্রিকেটারদের আর দেখা যায় না। দু-দেশের রাজনৈতিক সম্পর্ক এতটাই তলানিতে পৌঁছেছে যে তার জন্য বহু বছর ধরেই পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরমধ্যে আবার পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। সূত্র বলছে, ২৮ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। আঙুল উঠছে ফের পাকিস্তানের দিকেই। সেদেশের প্রাক্তন হিন্দু ক্রিকেটার দানিশ কানেরিয়া পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। এরই মধ্যে এবার আইপিএলে খেলার ইচ্ছেপ্রকাশ করেছেন প্রাক্তন পাক পেসার মহম্মদ আমির। এই মুহূর্তে পাকিস্তান সুপার লিগে খেলছেন বাঁহাতি এই তারকা পেসার। কুয়েতা গ্ল্যাডিয়েটর্সকে প্রতিনিধিত্ব করছেন তিনি।</p>
<p style="text-align: justify;">পাকিস্তানের সংবাদমাধ্য়ম জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, ”সত্যি কথা বলতে গিয়ে আমি যদি সুযোগ পাই, আমি অবশ্যই আইপিএলে খেলতে চাই। আমি এটা সর্বসমক্ষে বলতে চাই। যদি না সুযোগ পাই, সেক্ষেত্রে পিএসএলে খেলব। আগামী বছর যদি সুযোগ পাই আমি আইপিএল খেলার জন্য, তবে কীসের সমস্যা রয়েছে। অবশ্যই খেলব আমি।”</p>
<p style="text-align: justify;">২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান দলের সদস্য মহম্মদ আমির আরও বলেন, ”আশা করি আগামী মরশুমে আইপিএল ও পিএসএল একই সময়ে শুরু হবে না। কারণ এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল সবকিছু।” এখনও পর্যন্ত পিএসএলে তিন ম্য়াচে চারটি উইকেট ঝুলিতে পুরেছেন আমির। যদিও প্রচুর রান খরচ করেন তিনি। ৯.৭৩ ইকনমি রেটে বোলিং করেছেন এখনও পর্যন্ত পিএসএলে।</p>
<p id="5" class="story_para_5" style="text-align: justify;">আমির আইপিএলে খেলার ইচ্ছে প্রকাশ করলেও এই মুহূর্তে ভারত-পাকিস্তানের সম্পর্কের বিষয়ে ওয়াকিবহল আমির। দু-দিন আগেই পহেলগাঁওতে যে জঙ্গি হামলা হয়েছে, তাতে পাকিস্তানের দিকেই আঙুল উঠছে। ভারত সরকার সবরকম সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সঙ্গে। এই পরিস্থিতিতে আদৌ <a title="আইপিএল" href="https://bengali.abplive.com/topic/ipl" data-type="interlinkingkeywords">আইপিএল</a>ে খেলার ইচ্ছেপূরণ আমিরের হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। </p>
<p class="story_para_5" style="text-align: justify;">এদিকে, জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার পরই ভারতের নীরজ চোপড়া ক্লাসিক খেলতে আসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পাকিস্তানের অলিম্পিক্স সোনাজয়ী আর্শাদ নাদিম। এক সাক্ষাৎকারে আর্শাদ নাকি জানিয়েছেন, ”আমি সিদ্ধান্ত নিয়েছি যে নীরজ চোপড়া ক্লাসিকে অংশ নেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছি। চলতি বছরের জন্য আমার যাবতীয় সূচি প্রস্তুত হয়ে গিয়েছে। আমি দক্ষিণ কোরিয়ায় এশিয়ান মিটে অংশ নেব আগামী ২৭ মে থেকে।”</p>
<p class="story_para_5" style="text-align: justify;"><a title="আরও পড়ুন: ‘আপনি সব সত্যিটাই জানেন..’ জঙ্গিহানার ঘটনায় দেশের প্রধানমন্ত্রীকেই একহাত নিলেন কানেরিয়া" href="https://bengali.abplive.com/sports/ex-pakistani-spiner-danish-kaneria-questions-prime-minister-sharifs-no-condemnation-of-kashmir-attack-1132115" target="_blank" rel="noopener">আরও পড়ুন: ‘আপনি সব সত্যিটাই জানেন..’ জঙ্গিহানার ঘটনায় দেশের প্রধানমন্ত্রীকেই একহাত নিলেন কানেরিয়া</a></p>
Source link
ভারত-পাক সম্পর্ক তলানিতে, তবুও আইপিএলে খেলার জন্য মুখিয়ে আছেন আমির
