জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাসকারী ভারত ভূষণকে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীরা তাঁর স্ত্রী এবং তিন বছরের ছেলেকে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগামে এক সন্ত্রাসী হামলায় কর্ণাটকের বেঙ্গালুরুতে বসবাসকারী ৪১ বছর বয়সী ভারত ভূষণ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। হামলার সময় তার সাথে থাকা তার স্ত্রী সুজাতা এবং তাদের তিন বছরের ছেলে এই ঘটনায় বেঁচে যান।
প্রাক্তন সফটওয়্যার পেশাদার ভরত সম্প্রতি পশ্চিম বেঙ্গালুরুর মাথিকেরে এলাকায় থাকতেন। গত ১৮ এপ্রিল স্ত্রী ও পুত্রকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। ভরতের শাশুড়ি বিমলার মতে, দম্পতি এবং তাদের সন্তান ১৮ এপ্রিল কাশ্মীর ভ্রমণ করেছিলেন এবং আজ, ২৩ এপ্রিল বেঙ্গালুরুতে ফিরে আসার কথা ছিল। গতকাল ভরতের স্ত্রী, তাঁর মাকে ফোন করে এই খবর জানায়। তিনি একটা আইটি কোম্পানিতে কাজ করেন। বিয়ের পাঁচ বছর হয়ে গেছে। সন্ত্রাসীরা ভরতকে বলেছিল, ‘যদি তুমি মুসলিম হও, আমরা তোমাকে ছেড়ে দেব।’ কিন্তু তারা কীভাবে বলবে এই মিথ্যা? হিন্দু হওয়ার বিষয়টি নিশ্চিত করার পরও তারা তাঁর মাথায় গুলি করে। একটানা তিন মিনিট ধরে গুলি চলে ভরতের মাথায়। হামলাকারীরা ভরতের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত গুলি চালিয়ে যায়।
‘আমরা কীভাবে মিথ্যা বলতে পারি এবং বলতে পারি যে আমরা মুসলিম? আধারে লেখা নেই। তারা নাম দেখেই বলতে পারে। তাদের সমস্ত নথি দেখানোর পরেই তারা তাঁকে হত্যা করেছে,’ জানান নিহত ভরতের বউ।
আরও পড়ুন- সব মরণ নয় সমান! জঙ্গিদের উপর ঝাঁপিয়ে বন্দুক কেড়ে নিয়ে শহিদ… বীর ঘোড়াওলা আদিল…
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সন্ত্রাসী হামলাটি ঘটে। “আমার মেয়ে আমাকে ঘটনাটি সম্পর্কে জানাতে দুপুর আড়াইটার দিকে ফোন করেছিল। তারা ১৮ এপ্রিল চলে গিয়েছিল এবং আজ সকাল ১০.৩০টার মধ্যে ফিরে আসার কথা ছিল। তাদের ফ্লাইট ছিল সকাল ৭.৩০টায়। এখন, তারা মৃতদেহ নিয়ে ফিরে আসছে,” – জানান নিহত ভরতের শাশুড়ি।
ভরতের বাবা, চানাবীরপ্পা, একজন অবসরপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর অফ পাবলিক ইন্সট্রাকশন (ডিডিপিআই) সোমবার সকালে তার ছেলের মৃত্যুর খবর জানতে পেরেছেন। তার মা, শৈলকুমারী, একজন হৃদরোগী, তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যায়, বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য, X-তে একটি পোস্টে বলেছেন, “এইমাত্র বেঙ্গালুরুর মাথিকেরের বাসিন্দা মিসেস সুজাতার সাথে কথা বলেছেন। তার স্বামী ভরত ভূষণকে আজ সকালে সন্ত্রাসী হামলায় গুলি করে হত্যা করা হয়েছে। তিনি এবং তার ৩ বছরের ছেলে বেঁচে গেছেন। অনন্তনাগে তাদের নিরাপদ থাকার জন্য স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করা হয়েছে। তাদের এবং অন্যান্য পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হবে।”
আরও পড়ুন- ‘ইসলাম যতদিন বেঁচে থাকবে, ততদিন সন্ত্রাস বেঁচে থাকবে…’, বিস্ফোরক তসলিমা…
ভারত ভূষণের মরদেহ শীঘ্রই বেঙ্গালুরুতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ভরতের মরদেহ সহ দুটি মরদেহ কর্ণাটকে পরিবহন করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)