NOW READING:
লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফের অশান্তি? পন্থ-জাহিরের উত্তেজিত কথোপকথনের ভিডিও ভাইরাল
April 23, 2025

লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফের অশান্তি? পন্থ-জাহিরের উত্তেজিত কথোপকথনের ভিডিও ভাইরাল

লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফের অশান্তি? পন্থ-জাহিরের উত্তেজিত কথোপকথনের ভিডিও ভাইরাল
Listen to this article


লখনউ: গত মরশুমে কে এল রাহুলের (KL Rahul) সঙ্গে টিম মালিকের প্রকাশ্য বচসা আইপিএলের (IPL 2025) ইতিহাসে অন্যতম বিতর্কিত অধ্যায় হয়ে রয়েছে। ফের কি অধিনায়ককে নিয়ে অশান্তির আঁচ লখনউ সুপার জায়ান্টস (LSG) শিবিরে?

মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউয়ের একানা স্টেডিয়ামে ম্যাচ ছিল লখনউ সুপার জায়ান্টসের। সেই ম্যাচে লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে সাত নম্বরে ব্যাটিং করতে পাঠানো হয়। যার ফলে অধিনায়ক পন্থ বিরক্ত হয়েছিলেন বলেই খবর। তিনি তাঁর ক্ষোভ দলের মেন্টর জাহির খানের কাছে প্রকাশ করেন। যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে পন্থকে দেখা যায় জাহিরের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলছেন।

পন্থ এই মরশুমে প্রায় প্রতিটি ম্যাচেই ব্যাটিং অর্ডারের প্রথম চারের মধ্যে ব্যাটিং করতে নেমেছেন। তবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে তা হয়নি। লখনউ দলের ওপেনাররা দারুণ শুরু করেছিলেন মঙ্গলবার। এইডেন মারক্রাম এবং মিচেল মার্শ মিলে ৮৭ রান যোগ করেছিলেন। তিন নম্বরে ব্যাটিং করতে নামা নিকোলাস পুরান যখন ১২তম ওভারে আউট হন, তখন সকলেই আশা করেছিলেন পন্থ ব্যাটিং করতে নামবেন। কিন্তু চার নম্বরে আব্দুল সামাদকে পাঠানো হয়। এরপর সামাদ এবং মার্শেরও উইকেট পড়ে যায়। ডেভিড মিলার এবং আয়ুষ বাদোনিকেও পন্থের আগে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়। পন্থকে ২০তম ওভারে ব্যাটিং করতে পাঠানো হয়। যেখানে তাঁর মাত্র দুটি বল খেলার সুযোগ হয়। পন্থ এক রানও করতে পারেননি। ওভারের শেষ বলে মুকেশ কুমার তাঁকে বোল্ড করে দেন।

পন্থ-জাহিরের কথোপকথনের ভিডিও ভাইরাল

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে, পন্থ জাহিরের সঙ্গে বেশ রেগে কথা বলছিলেন। এ ব্যাপারে সুরেশ রায়না বলেছেন যে, পন্থ এবং জাহিরের মধ্যে দলের ব্যাটিং পজিশন নিয়ে কথা হচ্ছিল। তিনি বলেছেন যে, মনে হচ্ছে পন্থ বলছেন যে, আমি তোমাকে বলেছিলাম, আমাকে ব্যাট করতে পাঠাও। অন্য দিকে অনিল কুম্বলে স্টার স্পোর্টসে বলেছেন যে, পন্থকে যেরকম হতাশ দেখাচ্ছিল, তাতে স্পষ্ট যে তাঁর সঙ্গে অন্যায় হয়েছে। সম্ভবত তিনি ওপরের দিকে ব্যাটিং করতে চেয়েছিলেন।

সব মিলিয়ে ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে লখনউ সুপার জায়ান্টস।

আরও দেখুন





Source link