NOW READING:
Pehelgam Terror Attack: ‘কোটি কোটি টাকার প্রতিরক্ষা বাজেট, অথচ নিরাপত্তা নেই! স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন’
April 23, 2025

Pehelgam Terror Attack: ‘কোটি কোটি টাকার প্রতিরক্ষা বাজেট, অথচ নিরাপত্তা নেই! স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন’

Pehelgam Terror Attack: ‘কোটি কোটি টাকার প্রতিরক্ষা বাজেট, অথচ নিরাপত্তা নেই! স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিন’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ের বৈসরনে ভয়ংকর জঙ্গিহানায় (Pehelgam Terror Attack) মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭। আহত অনেকেই। ক্রোধে ফুঁসছে গোটা দেশ।  শ্রীনগরে (Srinagar) শুনশান রাস্তাঘাট, বন্ধ ব্যবসাপত্র। বন্ধ দোকানপাট। মঙ্গলবারই কাশ্মীর (Kashmir Attack) উড়ে গিয়েছিলেন অমিত শাহ (Amit Shah)। বুধবার যান বৈসরনেও। রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। কোথায় নিরাপত্তা? সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose)। 

আরও পড়ুন- Mosque’s Prayer After Pahalgam Attack: ‘সন্ত্রাসীর কোনও ধর্ম নেই’! জঙ্গিহানায় নিহতদের শোকে কেঁদে উঠল দেশের সাড়ে ৫ লাখ মসজিদ! আগামী শুক্রবার জুম্মার প্রার্থনায়…

সাংসদ সাগরিকা ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা জবাব চাই! কোটি কোটি টাকার প্রতিরক্ষা বাজেট, অথচ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। সন্ত্রাসবাদ দমনের প্রতিশ্রুতি বারবার, কিন্তু বাস্তবে ভাঁওতা। টুরিস্ট হটস্পটে নেই পর্যাপ্ত সুরক্ষা — তাহলে কোথায় দেশের প্রতিরক্ষা মন্ত্রক, কোথায় ইন্টেলিজেন্স? পহেলগাঁওতে নিরীহ মানুষের ওপর সন্ত্রাসবাদী আক্রমণ কেন্দ্রীয় সরকারের ব্যর্থতারই প্রমাণ’। 

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স পোস্টে লিখেছেন, ‘আজ জম্মু ও কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছে, তা শুধুমাত্র দুর্ভাগ্যজনক ও ভয়াবহ নয়। বরং, এই হামলা ভারত সরকারের জন্য একটি স্পষ্ট বার্তা। এই হল সেই সরকার, যারা দাবি করেছিল, নোটবন্দি করার ফলে তা কালো টাকার কারবার এবং সন্ত্রাসবাদে আর্থিক মদত রুখে দেবে। এবং এরাই দাবি করেছিল, ৩৭০ ধারার অবলুপ্তি উপত্যকায় দীর্ঘ শান্তি ফিরিয়ে আনবে। কিন্তু, আজকের এই হামলা বুঝিয়ে দিল এইসব প্রতিশ্রুতি, নীতি এবং প্রচার আদতে কতটা ব্যর্থ। এই ট্র্যাজিক হামলায় যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই। আমি প্রার্থনা করছি, ঈশ্বর যেন তাঁদের এই কঠিন সময় শক্তি ও শান্তি দেন। যাঁরা এই ঘটনায় আহত হয়েছেন, তাঁরা দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনা করি।’

আরও পড়ুন- Pahalgam Attack | Exodus of tourists: ‘পর্যটক নয়, ওরা আমাদের পরিবারকে খুন করেছে,’ আতঙ্কের কাশ্মীরে ফের ‘এক্সোডাস’! ভয়ংকর অবস্থা…

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, কাশ্মীর উপত্যকায় গতকালের জঙ্গি হামলায় বাংলার ৩ জন পর্যটকের প্রাণ গিয়েছে। এই ঘটনায় শোকস্তব্ধ মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ‘দিল্লি বিমানবন্দরে রাজ্যের তরফে সবরকম সহায়তার ব্যবস্থা করা হয়েছে। রাত সাড়ে ৮টা নাগাদ কলকাতা বিমানবন্দরে আনা হবে মরদেহগুলি। এই কঠিন সময়ে রাজ্য সরকার ও আমাদের সকলের সহমর্মিতা শোকসন্তপ্ত পরিবারগুলোর সঙ্গে রয়েছে’।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link