জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলওয়ামায় প্রাণ গিয়েছিল ৪০ সিআরপিএফ জওয়ানের। তার পর এটাই জম্মু কাশ্মীরের সবচেয়ে ভয়ংকর জঙ্গি হামলা। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারনের জঙ্গি হামলায় প্রাণ গিয়েছে ২৬ জনের। তাদের মধ্যে রয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। কর্মসূত্রে থাকতেন মার্কিন যুক্তরাষ্টের। দেশে ফিরে স্ত্রী সোহিনী অধিকারী ও ছেলে রিদানকে নিয়ে গিয়েছিলেন কাশ্মীর ঘুরতে। সেখানেই ঘটে গেল ভয়ংকর ঘটনা। স্ত্রী সোহিনী চোখের সামনে দেখেছেন কীভাবে জঙ্গিদের গুলিতে ঢলে পড়লেন বিতান।
বৈসারনকে বলা হয় পহলেগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড। সেখানেই গিয়েছিলেন বিতানরা। সোহিনী জানিয়েছেন, হঠাত্ করে এসে গুলি চালিয়ে দিল জঙ্গিরা। এসে বলল হিন্দু কে, মুসলিম কে বলুন। আলাদা হয়ে যান মুসলিমরা। ব্যাস ওই অতটুকুই। ওদের কথা শুনে কেউ আলাদা হয়নি। সবাই চুপচাপ ছিল। এর মধ্য়েই ওরা এলোপাথাড়ি গুলি চালিয়ে দিল। বৃহস্পতিবার ফেরার কথা ছিল। তার আগেই এসব হয়ে গেল।
দাদার মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বিতানের ভাই। জি ২৪ ঘণ্টাকে তিনি বলেন, ভাইয়ের বউ খবরটা দিয়েছে। বড়দা আর নেই। ভেবে পাচ্ছি না কী কবর।
ঘটনার খবর পেয়েই মঙ্গলবার বিতানের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, খবর পেয়েই ওঁদের বাড়িতে আসি। এসে যেটা জানতে পারলাম উনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন। টিসিএসে কাজ করতেন। দেশে ফিরে কাশ্মীকে গিয়েছিলেন। ওঁর স্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। তাদের শ্রীনগের নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাচ্ছি।
আরও পড়ুন-পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে ২৬ পর্যটকের মৃত্যুর আশঙ্কা, শাহকে বিশেষ নির্দেশ মোদীর
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস জঙ্গি হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি’।
এখনওপর্যন্ত যা খবর তাতে কমপক্ষে ১০ জন জঙ্গি সেনাবাহিনীর পোশাক পরে এসে বেছে বেছে গুলি চালায়। যে কাশ্মীরে এত নিরাপত্তার বাড়াবাড়ি বলে শোনা যায় সেখানে কী ভাবে এমন হামলা চালানো সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে পাকিস্তানের কোনও জঙ্গি গোষ্ঠী দ্যা রেজিস্ট্যান্ট ফোর্স এর ফ্যালকন স্কোয়াড ওই হামলার পেছনে রয়েছে। তবে তার থেকেও বড় বিষয় হল পর্যটকদের নাম জিজ্ঞাসা করে, তাদের ধর্ম পরিচয় যাচাই করে গুলি করা হয়েছে। এমনটাই বলছেন এক মহিলা পর্যটক। জঙ্গিরা ওই মহিলার স্বামীকে গুলি করে মেরেছে।
আরও পড়ুন-জঙ্গি গুলিতে রক্তাক্ত কলকাতাও! পেহেলগাঁওয়ে নিহত বৈষ্ণবঘাটার বিতান…
আহতদের আপাতত অনন্তনাগের মির্জা মহম্মদ আফজল বেগ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা হাসপাতাল ঘিরে রেখেছে সিআরপিএফ। এদিকে গতকালই শ্রীনগরে চলে এসেছেন অমিত শাহ। তার সঙ্গে সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। অন্যদিকে, আজ সৌদি আরব সফর কাচছাঁট করে দিল্লি ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দরেই তিনি একটি ছোটখাটো বৈঠক করেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)