NOW READING:
Bengali Tourist died in Kashmir attack: জঙ্গি গুলিতে রক্তাক্ত কলকাতাও! পেহেলগাঁওয়ে নিহত বৈষ্ণবঘাটার বিতান…
April 22, 2025

Bengali Tourist died in Kashmir attack: জঙ্গি গুলিতে রক্তাক্ত কলকাতাও! পেহেলগাঁওয়ে নিহত বৈষ্ণবঘাটার বিতান…

Bengali Tourist died in Kashmir attack: জঙ্গি গুলিতে রক্তাক্ত কলকাতাও! পেহেলগাঁওয়ে নিহত বৈষ্ণবঘাটার বিতান…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ের বাইসারনে জঙ্গি হামলায় নিহত কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। ৪০ বছর বয়সী বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডায় কর্মরত। দেশে ফিরে স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। আর সেখানেই ঘটলো এত বড় একটি দুর্ঘটনা। পর্যটকদের ভিড়ে মিশে থাকা জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন ১২ জন। ২৬ জনের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। বিতানের দুঃসংবাদ শোনা মাত্রই নিহতের বাড়িতে পৌঁছেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর স্ত্রী ও পুত্র সন্তান অক্ষত রয়েছেন। পেহেলগাঁও জঙ্গি আক্রমণের ঘটনার বিবরণ দিতে গিয়ে তার স্ত্রী কেঁপে উঠছেন। তিনি জানান তার স্বামী বিতান ওখানেই মারা গিয়েছেন। জঙ্গিরা এসে প্রথমে বলে হিন্দু মুসলিম আলাদা আলাদা হয়ে যান। আলাদা হতে বলার হলেও আমরা আলাদা হতে পারিনি। এলোপাথারি গুলি করতে শুরু করেন জঙ্গিরা। সেই মুহূর্তেই আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন। বেছে বেছে ওখানে হিন্দু পর্যটকদেরই হত্যা করা হয়েছে। 

নিহত বিতানের স্ত্রী এবং পুত্র এখন পেহেলগাঁওয়ের বেস ক্যাম্পে রয়েছেন। তাদেরকে কাল শ্রীনগরে পাঠানো হবে। সেখান থেকে কলকাতায় বিতানের মরদেহ পাঠানো হবে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করে টুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের পহেলগাম অঞ্চলে নৃশংস জঙ্গি হামলায় আমি গভীরভাবে মর্মাহত। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি’।

জানা যাচ্ছে কমপক্ষে ১০ জন জঙ্গি সেনাবাহিনীর পোশাক পরে এসে বেছে বেছে গুলি চালায়। যে কাশ্মীরে এত নিরাপত্তার বাড়াবাড়ি বলে শোনা যায় সেখানে কী ভাবে এমন হামলা চালানো সম্ভব হল তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা যাচ্ছে পাকিস্তানের কোনও জঙ্গি গোষ্ঠী ওই হামলার পেছনে রয়েছে। তবে তার থেকেও বড় বিষয় হল পর্যটকদের নাম জিজ্ঞাসা করে, তাদের ধর্ম পরিচয় যাচাই করে গুলি করা হয়েছে। এমনটাই বলছেন এক মহিলা পর্যটক। জঙ্গিরা তাঁর স্বামীকে গুলি করে মেরেছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link