নয়াদিল্লি: কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ঘরের মাঠ ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে চলতি আইপিএল (IPL 2025) মরশুমে কেকেআরের পারফরম্যান্স থেকেও বেশি চর্চা হয়েছে। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে থেকে প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, সকলেই শুরু থেকে ইডেনের পিচ নিয়ে সরব হয়েছেন। হর্ষ ভোগলে (Harsha Bhogle) এবং সাইমন ডুল, দুই ধারাভাষ্যকারই এই রাহানেদের পক্ষে সওয়াল করে ইডেনের পিচ প্রস্তুতকারকের দিকে আঙুল তুলেছিলেন। তারপরেই শোনা যাচ্ছিল দুই ধারাভাষ্যকারেরই নাকি ইডেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ডুল দাবি করেছিলেন কেকেআর যদি নিজেদের ঘরের মাঠে নিজেদের পছন্দমতো স্পিন সহায়ক পিচ না পায়, তাহলে তাঁদের ঘরের মাঠ বদলে ফেলা উচিত। হর্ষ ভোগলেও এই দাবিকে কার্যত সমর্থনই করেন। এরপরেই মিডিয়ার এক রিপোর্টে দাবি করা হচ্ছে নাকি সিএবির তরফে দিন দশেক আগে এই দুই ধারাভাষ্যকারকে আইপিএলের ধারাভাষ্যের প্যানেল থেকে বাদ দেওয়ার জন্য বিসিসিআইকে চিঠি লিখেছিল। এই রিপোর্ট সামনে আসার পরেরদিনই গোটা বিষয়টা নিয়ে মুখ খুললেন হর্ষ ভোগলে।
গতকাল হর্ষদের ইডেনে ধারাভাষ্য দিতেও দেখা না যাওয়ায় আরও বেড়েছিল জল্পনা। তবে হর্ষ জানান যে তাঁকে বাদ দেওয়ার গোটা জল্পনাটাই ভিত্তিহীন। তাঁর গতকালের কেকেআর-টাইটান্স ম্যাচে ধারাভাষ্য দেওয়ার কথা ছিলই না এবং তা সাম্প্রতিক নয় বহু আগেই নির্ধারিত ছিল।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রখ্য়াত ধারাভাষ্যকার লেখেন, ‘গতকাল কলকাতায় ম্যাচে আমার না থাকা নিয়ে না না গুজব রটানো হচ্ছে। একদম সহজ ভাষায় বলতে গেলে আমার যে ম্যাচগুলিতে ধারাভাষ্য দেওয়ার কথা, সেই তালিকায় এটি ছিল না। বিষয়টা তো আমায় জিজ্ঞেস করলেই মিটে যেত। টুর্নামেন্ট শুরুর আগেই এই রোস্টার তৈরি হয়ে যায়। আমার কলকাতায় দুইটি ম্যাচের দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রথমটায় আমি ছিলাম আর দ্বিতীয়টায় আমার পরিবারে স্বাস্থ্যজনিত কিছু সমস্যার জন্য আমি থাকতে পারিনি।’
There are some inappropriate conclusions being drawn about why I wasn’t at yesterday’s game in Kolkata. Quite simply, it wasn’t on the list of matches I was down to do! Asking me would have resolved the issue. Rosters are done before the tournament starts. I was rostered for two…
— Harsha Bhogle (@bhogleharsha) April 22, 2025
হর্ষের সব জল্পনার জবাব দিলেন বলে, তবে তাঁর এই মন্তব্যে এইসব কানাঘুষো আদৌ কতটা কমল, সেই বিষয়ে খানিক হলেও সন্দেহ রয়েছে বটে।
আরও দেখুন