জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশের বিলাসপুরে স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে মোহাম্মদ মবিন নামে এক ব্যক্তি তাঁর দুধওয়ালাকে জয়পাল সাহুকে ২২ বার ছুরি মেরেছে। দীর্ঘদিন ধরেই তার স্ত্রীকে সন্দেহ করতেন ওই ব্যক্তি। এর জেরে তিনি স্ত্রীকে নির্যাতন করতেন। শারীরিক ও মানসিক নির্যাতনে বিরক্ত হয়ে ওই মহিলা তাঁর স্বামীকে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছিলেন।
ঈর্ষায় ক্ষুব্ধ ওই ব্যক্তি দুধওয়ালার উপর এরপর প্রাণঘাতী আক্রমণ চালান। ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুধওয়ালা যে বাড়িতে আশ্রয় নিয়েছিল সেখানেও আক্রমণ করতে যায় যাতে তাকে হত্যা করা যায় বা ব্যভিচারের শিক্ষা দেওয়া যায়। ভাগ্যক্রমে, সে সেখানে ছিল না। অভিযুক্ত দুধওয়ালা সাহুকে আক্রমণ করার পর, পুলিশ অভিযান চালিয়ে আক্রমণকারীকে গ্রেপ্তার করে। আক্রমণ করার আগে অভিযুক্ত স্বীকারও করে কারণ তার সন্দেহ ছিল যে তার স্ত্রী দুধওয়ালার সাথে অবৈধ সম্পর্কে জড়িত।
পুলিস ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: UP Horror | Women Auto-Driver sexually assault : মেয়েকে স্কুলে ভর্তির টোপ ফেলে হোটেলে নিয়ে মহিলা অটোচালককে ২ ‘জওয়ান’ আঁচড়েকামড়ে…
সোশ্যাল মিডিয়ার একটি অংশ এবং কিছু মানুষ পুরো ঘটনাটিকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসাবে চিত্রিত করেছে যেখানে একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি তার ধর্মের কারণে হিন্দু ব্যক্তির উপর আক্রমণ করেছে। তারা পুরো ঘটনাটিকে সাম্প্রদায়িক রঙে রঙ করার চেষ্টা করেছে। সমাজের শান্তিকে ঝুঁকির মুখে ফেলেছে।
আরও পড়ুন: UP Murder: স্ত্রীয়ের গোপন অভিসার ভাগ্নের ঘরে, দুবাই থেকে ফিরেই খুন হয়ে গেলেন প্রবাসী স্বামী…
এটি সমাজে ভুল বার্তা পাঠিয়েছে এবং সমাজে একটি অত্যন্ত নেতিবাচক মিথ্যা বর্ণনা স্থাপন করার চেষ্টা করেছে, যা সমাজের শান্তি ও ভ্রাতৃত্বকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে। ছত্তিশগড় বিজেপি শাসিত রাজ্য হওয়া সত্ত্বেও, হিন্দু ও মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস রয়েছে।
জনসংখ্যার দিক থেকে, রাজ্যে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। এমনকি ছত্তিশগড়ের রাজ্য বিধানসভাতেও হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। আইন প্রণেতা থেকে শুরু করে আইন প্রয়োগকারী পর্যন্ত, অধিকাংশেরই হিন্দু। কয়েকটি ঘটনা ছাড়া, সাম্প্রদায়িক সংঘর্ষ খুব কমই সংবাদমাধ্যমের শিরোনামে আসে।
এই সময়ে সাম্প্রদায়িক বার্তা ছড়িয়ে দেওয়া এবং সমাজে আরও বিভাজন বৃদ্ধি করা নিয়ে আলোড়ন ফেলেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)