NOW READING:
UP Horror | Women Auto-Driver sexually assault : মেয়েকে স্কুলে ভর্তির টোপ ফেলে হোটেলে নিয়ে মহিলা অটোচালককে ২ ‘জওয়ান’ আঁচড়েকামড়ে…
April 21, 2025

UP Horror | Women Auto-Driver sexually assault : মেয়েকে স্কুলে ভর্তির টোপ ফেলে হোটেলে নিয়ে মহিলা অটোচালককে ২ ‘জওয়ান’ আঁচড়েকামড়ে…

UP Horror | Women Auto-Driver sexually assault : মেয়েকে স্কুলে ভর্তির টোপ ফেলে হোটেলে নিয়ে মহিলা অটোচালককে ২ ‘জওয়ান’ আঁচড়েকামড়ে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সেনা কর্মী বলে পরিচয় দিয়ে ক্যাব বুক করেছিলেন দুই যাত্রী উত্তরপ্রদেশের আগ্রায়। অ্যাপ-অটোয় চড়ে বসতেই মহিলা চালকের সঙ্গে কথোপকথন শুরু হয় ওই দুই যাত্রীর৷ মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে পারছিলেন না বলে জানান ওই মহিলা অটোচালক৷ এরপর সেনা জওয়ানরা জানান, তাঁর মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হবে৷ এই সংক্রান্ত ব্যাপারে একবার হোটেলে যেতে হবে তাঁকে৷ হোটেলের রুমে ঢুকতেই মহিলার হাত-পা চেপে ধরে ওই দুই অভিযুক্ত সেনা কর্মী৷

ওই মহিলা অটোচালক পুলিশকে জানান, হোটেলের রুমে তাঁকে বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় আগ্রার রাকাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ওই মহিলা অটোচালক। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার দু’জন লোক রামবাগ ক্রসিং থেকে বিজলি ঘর পর্যন্ত তাঁর অটো বুক করেছিল। অটোতে উঠে খানিক যাওয়ার পর তাঁদের কথোপকথন শুরু হয় ৷ তখন উভয় ব্যক্তিই নিজেদের সেনাকর্মী হিসেবে পরিচয় দেন। তখনই তিনি তাদের জানান, তাঁর পাঁচ বছরের মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে পারছেন না ৷ তখন ওই দুই সেনা কর্মী জানায়, সৈনিক স্কুলে ভর্তি করে দেওয়া হবে তাঁর মেয়েকে ৷

মহিলা অভিযোগ করেন, এরপর মেয়েকে ভর্তি করার জন্য তারা জানায় কিছু দরকার আছে হোটেলে যেতে হবে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ব্যক্তিই তাঁকে বালুগঞ্জের একটি হোটেলে ডেকে নিয়ে যায়৷ তারপরই রুমের দরজা জোর করে বন্ধ করে বন্দুক দেখিয়ে ভয় দেখায়৷ এরপর দু’জনে ধর্ষণ করে ওই অভিযুক্ত দুই সেনা কর্মী৷

নির্যাতিতা জানান, এবিষয়ে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ওই দুই অভিযুক্ত৷ হুমকিতে তিনি ভয় পেয়ে যান৷ পরে, মনে সাহস জুগিয়ে শুক্রবার রকাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এসিপি হেমন্ত কুমার বলেন, ‘মহিলা অটোচালকের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁদের খোঁজ চলছে ৷ তাঁদের খুঁজতে পুলিশের তিনটি দল গড়া হয়েছে।’

সেনা কর্মী বলে পরিচয় দিয়ে ক্যাব বুক করেছিলেন দুই যাত্রী উত্তরপ্রদেশের আগ্রায়। অ্যাপ-অটোয় চড়ে বসতেই মহিলা চালকের সঙ্গে কথোপকথন শুরু হয় ওই দুই যাত্রীর৷ মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে পারছিলেন না বলে জানান ওই মহিলা অটোচালক৷ এরপর সেনা জওয়ানরা জানান, তাঁর মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হবে৷ এই সংক্রান্ত ব্যাপারে একবার হোটেলে যেতে হবে তাঁকে৷ হোটেলের রুমে ঢুকতেই মহিলার হাত-পা চেপে ধরে ওই দুই অভিযুক্ত সেনা কর্মী৷

ওই মহিলা অটোচালক পুলিশকে জানান, হোটেলের রুমে তাঁকে বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় আগ্রার রাকাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ওই মহিলা অটোচালক। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার দু’জন লোক রামবাগ ক্রসিং থেকে বিজলি ঘর পর্যন্ত তাঁর অটো বুক করেছিল। অটোতে উঠে খানিক যাওয়ার পর তাঁদের কথোপকথন শুরু হয় ৷ তখন উভয় ব্যক্তিই নিজেদের সেনাকর্মী হিসেবে পরিচয় দেন। তখনই তিনি তাদের জানান, তাঁর পাঁচ বছরের মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে পারছেন না ৷ তখন ওই দুই সেনা কর্মী জানায়, সৈনিক স্কুলে ভর্তি করে দেওয়া হবে তাঁর মেয়েকে ৷

আরও পড়ুন: Ex-DGP Murder:চোখে লঙ্কা ছিটিয়ে বুকের উপর চড়ে একের পর এক কোপ, স্ত্রীর হাতে খুন শীর্ষ পুলিস-কর্তা!

মহিলা অভিযোগ করেন, এরপর মেয়েকে ভর্তি করার জন্য তারা জানায় কিছু দরকার আছে হোটেলে যেতে হবে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ব্যক্তিই তাঁকে বালুগঞ্জের একটি হোটেলে ডেকে নিয়ে যায়৷ তারপরই রুমের দরজা জোর করে বন্ধ করে বন্দুক দেখিয়ে ভয় দেখায়৷ এরপর দু’জনে ধর্ষণ করে ওই অভিযুক্ত দুই সেনা কর্মী৷

আরও পড়ুন: Meerut Crime: মেরঠে বিবাহিতরা ভয়ে? স্ত্রী চার জনের সঙ্গে শরীরী সম্পর্কে, আতঙ্কে থানায় স্বামী!

নির্যাতিতা জানান, এবিষয়ে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ওই দুই অভিযুক্ত৷ হুমকিতে তিনি ভয় পেয়ে যান৷ পরে, মনে সাহস জুগিয়ে শুক্রবার রকাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এসিপি হেমন্ত কুমার বলেন, ‘মহিলা অটোচালকের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁদের খোঁজ চলছে ৷ তাঁদের খুঁজতে পুলিশের তিনটি দল গড়া হয়েছে।’

সেনা কর্মী বলে পরিচয় দিয়ে ক্যাব বুক করেছিলেন দুই যাত্রী উত্তরপ্রদেশের আগ্রায়। অ্যাপ-অটোয় চড়ে বসতেই মহিলা চালকের সঙ্গে কথোপকথন শুরু হয় ওই দুই যাত্রীর৷ মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে পারছিলেন না বলে জানান ওই মহিলা অটোচালক৷ এরপর সেনা জওয়ানরা জানান, তাঁর মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে দেওয়া হবে৷ এই সংক্রান্ত ব্যাপারে একবার হোটেলে যেতে হবে তাঁকে৷ হোটেলের রুমে ঢুকতেই মহিলার হাত-পা চেপে ধরে ওই দুই অভিযুক্ত সেনা কর্মী৷

ওই মহিলা অটোচালক পুলিশকে জানান, হোটেলের রুমে তাঁকে বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করা হয়। শুক্রবার সন্ধ্যায় আগ্রার রাকাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ওই মহিলা অটোচালক। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ।

ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার দু’জন লোক রামবাগ ক্রসিং থেকে বিজলি ঘর পর্যন্ত তাঁর অটো বুক করেছিল। অটোতে উঠে খানিক যাওয়ার পর তাঁদের কথোপকথন শুরু হয় ৷ তখন উভয় ব্যক্তিই নিজেদের সেনাকর্মী হিসেবে পরিচয় দেন। তখনই তিনি তাদের জানান, তাঁর পাঁচ বছরের মেয়েকে ভালো স্কুলে ভর্তি করতে পারছেন না ৷ তখন ওই দুই সেনা কর্মী জানায়, সৈনিক স্কুলে ভর্তি করে দেওয়া হবে তাঁর মেয়েকে ৷

মহিলা অভিযোগ করেন, এরপর মেয়েকে ভর্তি করার জন্য তারা জানায় কিছু দরকার আছে হোটেলে যেতে হবে ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় দুই ব্যক্তিই তাঁকে বালুগঞ্জের একটি হোটেলে ডেকে নিয়ে যায়৷ তারপরই রুমের দরজা জোর করে বন্ধ করে বন্দুক দেখিয়ে ভয় দেখায়৷ এরপর দু’জনে ধর্ষণ করে ওই অভিযুক্ত দুই সেনা কর্মী৷

নির্যাতিতা জানান, এবিষয়ে কাউকে কিছু জানালে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ওই দুই অভিযুক্ত৷ হুমকিতে তিনি ভয় পেয়ে যান৷ পরে, মনে সাহস জুগিয়ে শুক্রবার রকাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। এসিপি হেমন্ত কুমার বলেন, ‘মহিলা অটোচালকের অভিযোগের ভিত্তিতে, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷ তাঁদের খোঁজ চলছে ৷ তাঁদের খুঁজতে পুলিশের তিনটি দল গড়া হয়েছে।’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link