জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেরঠের খুনের আতঙ্ক যেন পিছু ছাড়ছেনা। পরপর দু়টো বীভত্স হত্যাকাণ্ডের পর, সারা দেশের বিবাহিত পুরুষেরা ভয়ে সেঁধিয়ে।
উত্তরপ্রদেশের মেরঠে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে তাঁদের স্বামীদের হত্যার অভিযোগ সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র দুই দিন আগে, অমিত কাশ্যপের স্ত্রী রবিতা এবং তাঁর প্রেমিক অমরদীপ তাকে শ্বাসরোধ করে হত্যা করে গায়ে সাপ ছেড়ে দিয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে বিষ প্রয়োগ করে তার দেহ টুকরো টুকরো করে ড্রামে ফেলে দেওয়ার মাত্র এক মাস পরেই, ৪ প্রেমিকের সঙ্গে স্ত্রীর সম্পর্কের অভিযোগ নিয়ে স্বামীর, থানায় পৌঁছেই নিজের খুনের আশঙ্কা প্রকাশ করলেন। ওই ব্যক্তি তাঁর স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন, অভিযোগ করেছেন যে তিনি তাঁর পুরুষ বন্ধুদের সঙ্গে মিলে তাঁর বিমা দাবি করার জন্য তাঁকে হত্যার ষড়যন্ত্র করেছেন।
‘সৌরভ রাজপুতের মতো আমাকেও মেরে ফেলা হবে’ এই ভয় তাড়া করে বেরাচ্ছে তাঁকে।
আরও পড়ুন: Kabir Suman | Stains murderer: ‘আমার ঘেন্না লাগে এদেশে থাকতে…’, স্টাইনসের খুনি মুক্তি পাওয়ায় ক্ষুব্ধ কবীর সুমন…
একটি প্রকাশনা সংস্থায় ম্যানেজার গৌরব শর্মা, পুলিশ সুপার – এসএসপির কাছে অভিযোগ দায়ের করেছেন যে, তিনি তাঁর স্ত্রী, রিতাংশী শর্মা, যিনি রিতু নামেও পরিচিত তাঁর অনৈতিক আচরণ, শারীরিক নির্যাতন এবং তাঁকে হত্যার ষড়যন্ত্র করছেন।
গৌরব জানিয়েছেন যে তিনি ২০১২ সালে রিতাংশীকে বিয়ে করেছিলেন কোনও যৌতুক না নিয়েই। প্রথমে, দম্পতি গৌরবের যৌথ পরিবারে থাকতেন। তবে, প্রায় এক বছর পর, রিতাংশীর আচরণ পরিবর্তিত হয় এবং সে অসম্মানজনক আচরণ শুরু করেন।
গৌরব অভিযোগ করেছেন যে, তাঁর স্ত্রীর অত্যাচারী আচরণ, ঘন ঘন ঝগড়া এবং বারবার অকারণে বাড়ি থেকে চলে যাওয়ার কারণে, গৌরব একটি আলাদা বাড়িতে চলে যান এই আশায় যে, পরিস্থিতির উন্নতি হবে। তবে, তাঁর মতে, আলাদা থাকা সত্ত্বেও, রিতাংশীর আচরণের কোনও পরিবর্তন হয়নি। তিনি আরও অভিযোগ করেছেন যে রিতাংশী প্রায়শই তাঁকে না জানিয়ে বেশ কয়েকদিন বাড়ি থেকে চলে গিয়ে অন্য জায়গায় থাকতেন। তাঁর অনুপস্থিতিতে তাঁর স্ত্রী পুরুষ বন্ধুদের সঙ্গে মাদক সেবন করতেন। প্রতিবেশীরা একথা জানান গৌরবকে।
গৌরব এরপর তার ১২ বছর বয়সী ভাগ্নে, বংশ শর্মা ওরফে বল্লুকে তার গ্রাম থেকে তাঁদের বাড়িতে নিয়ে আসেন। গৌরবের মতে, নাবালক ভাগ্নে তাঁকে বলেছিল যে, গৌরব যখন বাইরে থাকত, তখন কিছু লোক তাদের বাড়িতে আসত এবং প্রায়শই রিতাংশীর সঙ্গে একটি ঘরে ঢুকে দরজা আটকে মদ্যপান করত। গৌরব অভিযোগ করেছেন যে, তাঁর ভাগ্নে তাকে জানিয়েছিল যে তারা প্রায়শই অশ্লীল কথোপকথনে লিপ্ত হয়।
আরও পড়ুন: Lady Don Jikra | Delhi: লেডি ডনের ত্রাসে কাঁপছে দিল্লি, খুন হয়ে গেল কুণাল! কে এই সুন্দরী ক্রাইম রানি ‘জিকরা?’
গৌরব তাঁর স্ত্রীর পাঁচজন পুরুষের সাথে অনৈতিক ও অবৈধ সম্পর্কের প্রমাণ পেয়েছেন। আশীষ ওরফে সানি, রাজ ভার্মা, লাভ চৌহান, কুলদীপ চৌধুরী ওরফে কুক্কি এবং আমান সিং। তিনি প্রমাণ হিসেবে প্রায় ১,২০০ পৃষ্ঠার স্ক্রিনশট এবং অসংখ্য ভিডিও ক্লিপ সংগ্রহ করেছেন।
রিতাংশীর কাছে দুটি পিস্তল রয়েছে, যা তাঁর পুরুষ বন্ধুদের বলে জানা গেছে। গৌরব শর্মা অভিযোগ করেছেন যে তার স্ত্রী রিতাংশী শর্মা এবং একদল লোক তার ভ্রমণ বীমার মাধ্যমে ৪০ লক্ষ টাকা দাবি করার জন্য তাকে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেছেন যে ২০১৩ সালে কেউ তাঁর বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে তাঁকে এবং তাঁর পরিবারকে ব্ল্যাকমেইল করে। চাপের মুখে তিনি দাবি করেছেন যে তিনি রিতাংশীর বাবা এবং ভাইকে ২ লক্ষ টাকা, নগদ ৩ লক্ষ টাকা এবং সোনার চেন দিয়েছিলেন। তা সত্ত্বেও, তিনি অভিযোগ করেছেন যে তাঁর আচরণ অপরিবর্তিত রয়েছে। তাছাড়া, গৌরব অভিযোগ করেছেন যে, ঋতাংশী ৩ ডিসেম্বর, ২০২৪ তারিখে তাকে মারধর করে, তাঁর মা ও বোনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তারপর তাকে হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)