RBI Imposes Penalty: তিন বড় ব্যাঙ্কের উপর মোটা জরিমানা আরোপ করল রিজার্ভ ব্যাঙ্ক। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক, আইডিএফসি ব্যাঙ্ক এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপরে এই জরিমানা আরোপ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, রেগুলেটরি নিয়মবিধি (RBI Penalty) লঙ্ঘনের জন্যই এই কড়া পদক্ষেপ নিতে হয়েছে তাদের। কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank of India) তাদের একটি বিবৃতিতে জানিয়েছে, ঋণ, অগ্রিম এবং ঋণ মঞ্জুরির সিস্টেমের বিধি ভঙ্গের কারণে এই তিন ব্যাঙ্কের উপরে ৬১.৪ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে।
আরেকটি বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে আইডিএফসি ব্যাঙ্কের উপরে কেবলমাত্র ৩৮.৬ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে কারণ এই ব্যাঙ্কে কেওয়াইসির নিয়মবিধি সঠিকভাবে মানা হয়নি।
রিজার্ভ ব্যাঙ্কের কড়া পদক্ষেপ
এছাড়াও কেন্দ্রীয় ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপরে ২৯.৬ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। ব্যাঙ্কের কাস্টমার সার্ভিসের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন না মানার কারণে এই জরিমানা আরোপ করা হয়েছে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
এই তিন ক্ষেত্রেই কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে রেগুলেটরি নিয়মবিধি ভঙ্গ করার কারণেই জরিমানা আরোপ করেছে। গ্রাহকদের সঙ্গে ব্যাঙ্কের কোনও লেনদেন বা চুক্তির বৈধতা সঠিকভাবে না নথিভুক্ত করার কারণে এই জরিমানা আরোপ করা হয়েছে।
আমানত এবং অ্যাকাউন্ট নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বৃহস্পতিবার জানিয়েছে যে ব্যাঙ্কগুলি নন-ইন্টারেস্ট ব্যাঙ্কিং বা রুপি অ্যাকাউন্ট খোলা বা বন্ধ করতে পারে তাদের ওভারসিজ শাখার নামে কিংবা কেন্দ্রীয় ব্যাঙ্ককে না জানিয়েও করেসপণ্ডেন্টের মাধ্যমে তা করতে পারে।
যদিও কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি মাস্টার ডিরেকশনে ডিপোজিট ও অ্যাকাউন্ট নিয়ে জানিয়েছে, পাকিস্তানের বাইরে পরিচালিত পাকিস্তানি ব্যাঙ্কগুলির শাখার নামে রুপি অ্যাকাউন্ট খোলার জন্য রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদনের দরকার পড়বে না। আরও বলা হয়েছে, প্রবাসীদের জন্য একটি প্রবাসী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করার পদ্ধতি চালু করা হবে। এটি বৈদেশিক মুদ্রায় রূপান্তর করার নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে প্রবাসী ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা আসলে বৈদেশিক মুদ্রা পাঠানো।
আগের মাসেই রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্কের উপরে ৭৫ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছিল কেওয়াইসি সংক্রান্ত নিয়ম-কানুন না মানার কারণে। এইচডিএফসি ব্যাঙ্ক তাদের রিস্ক ক্যাটাগরির ভিত্তিতে বেশ কিছু গ্রাহকের তথ্য কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছে জমা করেনি। শুধু তাই নয়, কিছু কিছু গ্রাহককে এই ব্যাঙ্ক একাধিক আইডেন্টিফিকেশন কোড দিয়ে রেখেছে যেখানে একটিই মাত্র ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড দেওয়ার কথা রয়েছে ব্যাঙ্কিং আইনে। তাই এই জরিমানা আরোপ করা হয়েছিল।
আরও দেখুন