NOW READING:
নিজের কাঁধে দায় নিচ্ছেন কেকেআর অধিনায়ক, একটা ছোট্ট ভুলেই হাতছাড়া হল ম্যাচ?
April 16, 2025

নিজের কাঁধে দায় নিচ্ছেন কেকেআর অধিনায়ক, একটা ছোট্ট ভুলেই হাতছাড়া হল ম্যাচ?

নিজের কাঁধে দায় নিচ্ছেন কেকেআর অধিনায়ক, একটা ছোট্ট ভুলেই হাতছাড়া হল ম্যাচ?
Listen to this article


মুল্লাপুর: এই একটা ছোট ভুলেই কি ম্যাচ হাতছাড়া হল কলকাতা নাইট রাইডার্সের (PBKS vs KKR)? হাহুতাশ করছেন ভক্তরা। 

পঞ্জাব কিংসের ১১১ রান তাড়া করতে নেমে শুরুতেই তখন ২ উইকেট হারিয়ে বসেছে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় উইকেটে পাল্টা লড়াই শুরু করেছেন মুম্বই ক্রিকেটের দুই প্রজন্মের দুই মুখ। অভিজ্ঞ অজিঙ্ক রাহানে ও অনভিজ্ঞ অঙ্গকৃষ রঘুবংশী। তৃতীয় উইকেটে দুজনে ৫৫ রান যোগ করেন। চাপে পড়ে যান পঞ্জাব কিংসের বোলাররা।

এমন সমই প্রত্যাঘাত পঞ্জাবের। যুজবেন্দ্র চাহালের বলে স্যুইপ শট খেলতে গিয়ে উইকেটের সামনে ধরা পড়েন রাহানে। আম্পায়ার এলবিডব্লিউ দেন তাঁকে। রাহানে সঙ্গে সঙ্গে অপর প্রান্তে থাকা অঙ্গকৃষের পরামর্শ চান। ডিআরএস নেওয়া উচিত কি না জানতে চান। রঘুবংশী ডিআরএস নেওয়ার ব্যাপারে ইতিবাচক কিছু বললেননি। রাহানেও মাঠ ছেড়ে বেরিয়ে যান।

কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, বল উইকেটে লাগছিল না। বলের ইমপ্যাক্ট ছিল রাহানের অফস্টাম্পের বাইরে। অর্থাৎ, ডিআরএস নিলে তিনি বেঁচে যেতেন। আর কে বলতে পারে যে, ম্যাচের মোড়ও ঘুরে যেত না রাহানে থাকলে? ১৬ রানে হারের লজ্জা হজম করতে হতো না কেকেআর শিবিরকে?

ম্যাচের শেষেও ওই ঘটনা নিয়ে আলোচনা চলল। রাহানেকে পুরস্কার বিতরণী মঞ্চে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘আমার কাছে কোনও ব্যাখ্যা নেই। কী হয়েছিল সকলেই দেখেছি। আমি খুব হতাশ। তবে অধিনায়ক হিসাবে আমি দায় নেব। আমি ভুল শট খেলেছিলাম। যদিও বল উইকেটে লাগত না।’

রাহানে এরপরই যোগ করেন, ‘ও (পড়ুন অঙ্গকৃষ) নিশ্চিত ছিল না। ও বলল, হয়তো আম্পায়ার্স কল হয়ে যাবে। আমি সেই সময় ডিআরএস নষ্ট করার ঝুঁকি নিতে চাইনি। আমিও নিশ্চিত ছিলাম না। সেই আলোচনাই হয়েছিল।’

 

এদিন কেকেআর ১৪.১ ওভারে ম্যাচ জিতে নিলে নেট রান রেটের নিরিখে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে আসত। সেই ব্যাপারটা কি মাথায় ঘুরছিল? রাহানে বলেছেন, ‘না ঠিক। আমরা খারাপ ব্যাটিং করেছি। তার দায় নিতে হবে। এই পিচে বোলাররা খুব ভাল বল করেছে। পঞ্জাবের শক্তিশালী ব্যাটিংকে ১১১ রানে আটকে রেখে।’

 

আরও দেখুন





Source link