NOW READING:
আইপিএলে আজব কাণ্ড! ১ রান দৌড়ে পাঁচ রান পেয়ে গেলেন বেঙ্কটেশ আইয়ার, কোন নিয়মে?
April 16, 2025

আইপিএলে আজব কাণ্ড! ১ রান দৌড়ে পাঁচ রান পেয়ে গেলেন বেঙ্কটেশ আইয়ার, কোন নিয়মে?

আইপিএলে আজব কাণ্ড! ১ রান দৌড়ে পাঁচ রান পেয়ে গেলেন বেঙ্কটেশ আইয়ার, কোন নিয়মে?
Listen to this article


মুল্লাপুর: এমন আজব কাণ্ড আইপিএলে (IPL 2025) কোনও দিন ঘটেছে কি? কেউই মনে করতে পারছেন না। এমনকী, বিশ্বক্রিকেটেও এরকম নজির কতবার দেখা গিয়েছে, গবেষণার বিষয়।

মঙ্গলবার মুল্লাপুরে পঞ্জাব কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স (PBKS vs KKR) ম্যাচে ঘটল এরকমই আজব ঘটনা। যেখানে কেকেআরের ব্যাটার বেঙ্কটেশ আইয়ার এক রানের জন্য দৌড়লেন। অথচ পেয়ে গেলেন পাঁচ রান!

ঠিক কী হয়েছিল ?

ঘটনাটি কেকেআর ইনিংসের অষ্টম ওভারের। পঞ্জাব কিংসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন অজিঙ্ক রাহানে। যে আউটের সিদ্ধান্ত বিতর্কিত। রাহানে ডিআরএস নেননি। তবে পরে রিপ্লেতে দেখা যায় যে, বলের ইমপ্যাক্ট উইকেটের বাইরে ছিল। অর্থাৎ, ডিআরএস প্রযুক্তি ব্যবহার করলে বেঁচে যেতেন রাহানে। যা নিয়ে ম্যাচের পরেও হাহুতাশ চলল কেকেআর শিবিরে ।

রাহানে আউট হওয়ার পরই ক্রিজে যান দলের সহ অধিনায়ক বেঙ্কটেশ আইয়ার। চাহালের ডেলিভারি ডিপ ব্যাকওয়ার্ড শর্ট লেগে ঠেলে এক রান নিতে দৌড়ন বেঙ্কটেশ। সেখানে তখন ফিল্ডিং করছিলেন পঞ্জাব কিংসের বিদেশি ক্রিকেটার জেভিয়ার বার্টলেট। তিনি নিশ্চিন্তে বলটি ধরেন। বেঙ্কটেশও বুঝে যান যে, এক রানেই ক্ষান্ত থাকতে হবে তাঁকে।

কিন্তু এরপরই সেই অদ্ভুত কাণ্ড। বার্টলেট বলটি থ্রো করতে যান। কিন্তু সেটি তাঁর হাত ফস্কে পিছন দিক থেকে কাঁধে ধাক্কা খেয়ে বাউন্ডারি লাইন স্পর্শ করে। আম্পায়ার ইশারায় জানিয়ে দেন, ৫ রান পাচ্ছেন আইয়ার তথা কেকেআর।

কিন্তু ৫ রান কেন? মিসফিল্ড হয়ে থাকলে অর্থাৎ ফিল্ডারের দোষে বল বাউন্ডারি লাইন স্পর্শ করলে তো চার রান পাওয়া উচিত ছিল। সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে।

 

তবে নিয়ম জানার পর সকলে বুঝতে পারেন, কেন পাঁচ রান দেওয়া হল কেকেআর ও বেঙ্কিকে। ঘটনা হচ্ছে, বার্টলেট তাঁর ফিল্ডিং সম্পূর্ণ করেছিলেন। অর্থাৎ, মিসফিল্ড নয়। কিন্তু থ্রো করতে গিয়ে বলটি বাউন্ডারির বাইরে পাঠান। এটিকে তাই চার রান বাই হিসাবে ধরা হয়। অর্থাৎ, দৌড়ে এক রান ও বাই চার রান – সব মিলিয়ে পাঁচ রান পায় কেকেআর।

আরও দেখুন





Source link