NOW READING:
আতঙ্ক সামশেরগঞ্জ জুড়ে, মিষ্টির দোকানে ভাঙচুর
April 15, 2025

আতঙ্ক সামশেরগঞ্জ জুড়ে, মিষ্টির দোকানে ভাঙচুর

আতঙ্ক সামশেরগঞ্জ জুড়ে, মিষ্টির দোকানে ভাঙচুর
Listen to this article



<p>ABP Ananda Live: সামশেরগঞ্জে মিষ্টির দোকানে ভাঙচুর, লুঠপাঠ। পয়লা বৈশাখে ক্ষতির সম্মুখীন বিক্রেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে পুলিশের দাবির মধ্যেই ফের হামলা! নতুন করে উত্তপ্ত সামশেরগঞ্জের জাফরাবাদ । পুলিশ-কেন্দ্রীয় বাহিনীকে লক্ষ্য করে দুষ্কৃতী হামলা! । জাফরাবাদেই নৃশংসভাবে খুন হরগোবিন্দ, চন্দন দাস । মহম্মদ সেলিম, মীনাক্ষীরা গ্রাম ছাড়তেই ইটবৃষ্টি । আমবাগান থেকে দুষ্কৃতী হামলা, পিছু হটতে হল বাহিনীকে । প্রাথমিকভাবে পিছু হটলেও এলাকায় ঢুকল বিশাল বাহিনী। সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে গ্রেফতার ২। ১২ এপ্রিল হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দনকে বাড়ি থেকে বের করে নৃশংসভাবে হত্যা। বীরভূম ও মুর্শিদাবাদ থেকে ধৃত দুই ভাই কালু ও দিলদার নাদাব। নববর্ষে নিজের মাটিতেই ঘরছাড়া! প্রাণে বাঁচতে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় পালিয়ে এসেছেন শয়ে শয়ে মানুষ।</p>



Source link