NOW READING:
Waqf Protest| Yogi Adityanath: ‘লাথোঁ কা ভূত, বাতোঁ সে নেহি মানতা’, বাংলার অশান্তি নিয়ে বিস্ফোরক যোগী
April 15, 2025

Waqf Protest| Yogi Adityanath: ‘লাথোঁ কা ভূত, বাতোঁ সে নেহি মানতা’, বাংলার অশান্তি নিয়ে বিস্ফোরক যোগী

Waqf Protest| Yogi Adityanath: ‘লাথোঁ কা ভূত, বাতোঁ সে নেহি মানতা’, বাংলার অশান্তি নিয়ে বিস্ফোরক যোগী
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়াকফ আইনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে হওয়া অশান্তির পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে জঙ্গিপুর, ধুলিয়ান, সামসেরগঞ্জ-সহ বিভিন্ন এলাকা। নেমেছে কেন্দ্রীয় বাহিনী। শান্তি ফেরাতে রাজ্য প্রশাসন টানা প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই রাজ্য বিজেপির সঙ্গে সুর মিলিয়ে মুর্শিদাবাদ নিয়ে সুর চড়ালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিশানা করলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যোগী আদিত্যনাথের বক্তব্য, বাংলা জ্বলছে আর মুখ্যমন্ত্রী মুখে কুলুপ এঁটে রয়েছেন। দাঙ্গার একমাত্র ওষুধ হল ডান্ডা।

হরদইয়ে এক সভায় বক্তব্য রাখছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি মুর্শিদাবাদের অশান্তির কথা টেনে আনেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ২০১৭ সালের আগে প্রতি ২-৩ দিন অন্তর রাজ্য দাঙ্গা হত। উত্তর প্রদেশে যখন বিজেপি ক্ষমতায় এল তখন দেখা গেল দাঙ্গার একমাত্র ওষুধ হল ডান্ডা। আপনারা দেখুন বাংলা জ্বলছে আর মমতা বন্দ্যোপাধ্যায় নীরব। যারা দাঙ্গা করছে তাদের মমতা বলছেন শান্তির দূত।

ওয়াকফ আইন বিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে গিয়ে আদিত্যনাথ বলেন, ‘লাথো কী ভূত বাতোঁ সে কাঁহা মাননে ওয়ালে হ্যায়। ধর্মনিরপেক্ষতার নাম করে ওদের দাঙ্গা করার অধিকার দিয়ে দেওয়া হয়েছে। রাজ্য সরকার নীরব। এই ধরনের বিশৃঙ্খলা বন্ধ করা দরকার।’

আরও পড়ুন-সম্প্রীতির বার্তা! নববর্ষে রাখিবন্ধন উৎসব মালবাজারে…

কংগ্রেস ও সমাজবাদী পার্টিকে আক্রমণ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ওই দুই দলই এখন বাংলার দাঙ্গা নিয়ে নীরব। দাঙ্গাবাজরা একের পর এক হুমকি দিচ্ছে। বাংলাদেশে যা চলছে তাকে সমর্থন করছে দাঙ্গাবাজরা। ওরা যদি বাংলাদেশকে ভালো মনে করে তাহলে ওখানেই তারা চলে যাক। ওরা এখনও কেন ভারতের বোঝা হয়ে রয়েছে।

আরও পড়ুন-বাংলা নববর্ষকে স্বাগত জানাতে দিঘিতে একের পর এক ডুব, ১৪৩২ বারে থামলেন যুবক

উল্লেখ্য, মুর্শিদাবাদের আশান্তিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে অশান্ত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এলাকায় টহল দিয়ে সাধারণ মানুষের আস্থা আদায়ের চেষ্টা করছে কেন্দ্রীয় বাহিনী।

এদিকে, রাজ্যের শান্তির আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে আইন নিয়ে গোলমাল হচ্ছে তা এনেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারের এর পেছনে কোনও ভূমিকা নেই। ওয়াকফ আইন সংশোধনকে তিনি সমর্থন করেন না।   

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link