নয়াদিল্লি: রাজধানীতে সুপার সানডেতে আইপিএলে (IPL 2025) আজ দ্বিতীয় ম্যাচে কিছুক্ষণ পরেই মাঠে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস (DC vs MI)। সেই ম্যাচের আগেই মন জিতলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। রাখলেন কথা।
ডব্লুপিএলের সময় গুজরাত জায়ান্টসের ফাস্ট বোলিং অলরাউন্ডার কাশভি গৌতমকে (Kashvee Gautam) একটি নির্দিষ্ট ওজনের নিজের ব্যাট দেওয়ার কথা দিয়েছিলেন হার্দিক। কাশভি হার্দিক পাণ্ড্যর বড় ভক্ত। খুব শীঘ্রই তিনি জাতীয় দলের হয়েও অভিষেক ঘটাতে পারেন। তার আগেই হার্দিক নিজের হাতে কাশভির হাতে ব্য়াট তুলে দিলেন। সেই ব্যাটে ‘এইচপি৩৩’, হার্দিকের নামের আদ্যাক্ষর ও জার্সি নম্বরও লেখা ছিল।
রবিবাসরীয় ম্যাচের আগেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হার্দিকের সঙ্গে কাশভির সাক্ষাৎ হয়। সেই সময়ই কাশভিকে ব্যাট দেন হার্দিক। গুজরাত টাইটান্সের অলরাউন্ডার নিজের প্রথম ডব্লুপিএল মরশুমে নয় ম্যাচে ১১টি উইকেট নেওয়ার পাশাপাশি ৪৩ রানও করেছিলেন। তারপরেই ২১ বছর বয়সি ক্রিকেটারকে আসন্ন ত্রিদেশীয় সিরিজ়ের জন্য ভারতের মহিলা জাতীয় দলে ডাকা হয়েছে। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৭ এপ্রিল থেকে শুরু হতে চলা সেই সিরিজ়ে কাশভি নিজের অভিষেক ঘটাতেই পারেন। তার আগেই নিজের প্রিয় ক্রিকেটারের থেকে ব্যাট উপহার পাওয়াটা নিঃসন্দেহেই তাঁর জন্য অত্যন্ত আনন্দের। এই ব্যাট দিয়ে তিনি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাতাতে পারেন কি না, এবার সেটাই দেখার।
Hardik Pandya gifted a bat to the rising Superstar of Indian Women’s cricket, Kashvee Gautam 🌟
– Hardik met Kashvee during WPL & promised her to give a specific 1100 gram bat, A great gesture by MI Captain. pic.twitter.com/fwebavbqzD
— Johns. (@CricCrazyJohns) April 13, 2025
অপরদিকে, হার্দিকরা পরপর দুই হারের পর আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছেন। লিগ তালিকায় আপাতত নয় নম্বরে থাকা হার্দিকদের জন্য এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে এই ম্যাচের আগেই পল্টন অনুরাগীদের উদ্বেগ বাড়িয়েছেন রোহিত শর্মা। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের প্রাক্কালে রোহিত শর্মার ডান হাঁটু বাঁধা।
শনিবার তাঁকে ফিটনেস পরীক্ষাতেও খুব একটা স্বচ্ছল দেখায়নি। জড়তার সঙ্গে তিনি কোনওরকমে ফিটনেস পরীক্ষাগুলি দেন। পরের দিকে সন্ধেবেলা ব্যাটিং অনুশীলনে নেমে রোহিত টুকটাক খেলেন এবং মূলত থ্রো ডাউনই খেলেন। এরপরেই রোহিতের ফিটনেস নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স অনুরাগীদের মনে সংশয় তৈরি হয়েছে। তিনি আদৌ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন তো? এই চিন্তাই সকল মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মাথায় ঘোরাফেরা করছে।
আরও দেখুন