Share Market Holiday : ভারতীয় শেয়ার বাজারে (Indian Stock Market) বদলে গিয়েছে পরিস্থিতি। আশঙ্কার পরিস্থিতি থেকে এখন লাভের (Profit) আশা দেখছেন বিনিয়োগাকারীরা (Investment)। শুক্রবার নিফটি 50 সূচক 22,800-এর উপরে বন্ধ হয়ে যাওয়ায় দালাল স্ট্রিট (Dalal Street) বুল রানের (Bull Run) আশা দেখছে। তবে আগামী সপ্তাহেও শেয়ারবাজারের (Share Market) দুটি ছুটি থাকায় সপ্তাহেও কাটছাঁট হবে।
আগামী সপ্তাহে কোন কোন দিন ছুটি
BSE এবং NSE ওয়েবসাইটের স্টক মার্কেটের ছুটির 2025 তালিকা অনুযায়ী, BSE এবং NSE-তে সোম ও শুক্রবার কোনও ট্রেডিং হবে না। সোমবার, দালাল স্ট্রিট ডঃ বাবা সাহেব আম্বেদকর জয়ন্তীর জন্য শেয়ার বাজারের ছুটি পালন করবে। পাশাপাশি শুক্রবার গুড ফ্রাইডেতে ভারতীয় শেয়ারবাজার বন্ধ থাকবে।
2025 সালের এপ্রিলে স্টক মার্কেটের ছুটি
চলতি মাসে মোট কতগুলি ছুটি রয়েছে তা জানতে আপনি BSE ওয়েবসাইট — bseindia.com-এ যেতে পারেন। এখানে ‘ট্রেডিং হলিডে’ অপশনে ক্লিক করলেই ছুটির তালিকা দেখতে পাবেন। ট্রেডিং হলিডের এই তালিকায় 2025 সালের এপ্রিলে তিনটি স্টক মার্কেটের ছুটি রয়েছে৷ 2025 সালের এপ্রিলে এই তিনটি স্টক মার্কেটের ছুটি হল 10 এপ্রিল 2025 শ্রী মহাবীর জয়ন্তী, 14 এপ্রিল 2025 ডক্টর বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী ও 18 এপ্রিল 2025 গুড ফ্রাইডে৷ এর অর্থ ভারতীয় স্টক মার্কেট পরের সপ্তাহে এই দুটি দিনে বন্ধ থাকবে — সোমবার, 14 এপ্রিল 2025 এবং শুক্রবার, 18 এপ্রিল 2025।
আগামী সপ্তাহে শেয়ারবাজার ছুটি
স্টক মার্কেট ছুটির 2025 তালিকা অনুসারে, NSE এবং BSE-তে লেনদেন কার্যক্রম সোমবার এবং শুক্রবার স্থগিত থাকবে। কারেন্সি ডেরিভেটিভস সেগমেন্টে ট্রেডিংও স্থগিত থাকবে সোমবার, 14 এপ্রিল 2025 এবং শুক্রবার, 18 এপ্রিল 2025।
কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট এবং ইলেকট্রনিক গোল্ড রিসিপ্টস (EGR) সেগমেন্টে লেনদেন সকালের শিফটের সময় সকাল 9:00 AM থেকে 5:00 PM পর্যন্ত স্থগিত থাকবে। লেনদেন বিকাল 5:00 PM এ আবার শুরু হবে, কারণ সোমবার সন্ধ্যার শিফট খোলা থাকবে। পরের সপ্তাহে শুক্রবার, কমোডিটি ডেরিভেটিভস সেগমেন্ট এবং ইলেক্ট্রনিক গোল্ড রিসিপ্টস (ইজিআর) সেগমেন্টে ট্রেডিং সকাল এবং সন্ধ্যার শিফটে স্থগিত থাকবে।
আগামী সপ্তাহে কারেন্সি মার্কেট ছুটি
স্টক মার্কেটের পাশাপাশি, কারেন্সি ডেরিভেটিভস সেগমেন্টগুলিও 14 এপ্রিল এবং 18 এপ্রিল বন্ধ থাকবে।
আগামী সপ্তাহে কমোডিটি মার্কেটে ছুটি
কমোডিটি সেগমেন্টে, MCX 14 এপ্রিল সকালের অধিবেশনের জন্য বন্ধ থাকবে কিন্তু সন্ধ্যার সেশনের জন্য খোলা হবে, যা বিকাল 5 টায় শুরু হয় এবং 11:30/11:55 PM পর্যন্ত চলবে৷
তবে, 18 এপ্রিল, MCX পুরো দিনের জন্য বন্ধ থাকবে। সকাল বা সন্ধ্যায় কোনো ট্রেড হবে না।
HDFC Bank, ICICI Bank, Infosys, Wipro, HDFC অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, HDFC লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি YES Bank, ICICI প্রুডেনশিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ICICI Lombard জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি (IREDA) সহ বেশ কিছু হেভিওয়েট আগামী সপ্তাহে তাদের চতুর্থ Q4 আয় ঘোষণা করবে।
আরও দেখুন