NOW READING:
ট্র্যাভিষেকে বারুদ কোথায়! ঘরের মাঠে আজ পঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ হায়দরাবাদের
April 12, 2025

ট্র্যাভিষেকে বারুদ কোথায়! ঘরের মাঠে আজ পঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ হায়দরাবাদের

ট্র্যাভিষেকে বারুদ কোথায়! ঘরের মাঠে আজ পঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ হায়দরাবাদের
Listen to this article


হায়দরাবাদ: এক দল পাওয়ার প্লে-তে রানের ঝড় তুলছে । আর এক দল পাওয়ার প্লে-তে এত উইকেট হারাচ্ছে যে, ম্যাচের রাশই হাতের বাইরে চলে যাচ্ছে । এক দল প্রত্যেক ম্যাচেই ব্যাট হাতে কোনও না কোনও নায়ক পেয়ে যাচ্ছে । আর এক দল প্রার্থনা করছে, ব্যাট হাতে কেউ যেন দায়িত্ব নেয় ।

পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH vs PBKS) । শনিবার আইপিএলে (IPL 2025) সন্ধ্যার ম্যাচে মুখোমুখি দুই দল । লড়াই নিজামের শহরে । হায়দরাবাদের ঘরের মাঠে । পঞ্জাব কিংসের হয়ে ব্যাট হাতে দুরন্ত ছন্দে অধিনায়ক শ্রেয়স আইয়ার, তরুণ প্রিয়াংশ আচার্যরা । আগের ম্যাচেই সেরার স্বীকৃতি পেয়েছেন প্রিয়াংশ । 

অন্যদিকে, হায়দরাবাদ ব্যাটিং সমস্যায় জর্জরিত। যে জুটিকে ট্র্যাভিষেক বলা হতো, পাওয়ার প্লে-তেই যে দু’জন মিলে দলের স্কোরকে এমন ফিফথ গিয়ারে ছোটাতে শুরু করতেন যে, প্রতিপক্ষ কোণঠাসা হয়ে পড়ত, সেই ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা ব্যাট হাতে দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর থেকে আর রান পাননি ঈশান কিষাণ। প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে তাদের অতিরিক্ত আগ্রাসী মানসিকতা। যদিও তাদের কোচ ড্যানিয়েল ভেত্তোরি জানিয়ে দিয়েছেন, তাঁরা আগ্রাসী মানসিকতা থেকে পিছিয়ে আসছেন না।

 

পাশাপাশি ওভার প্রতি রান খরচের নিরিখে সবচেয়ে হতশ্রী দশা গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ দলের। ওভার প্রতি ১০.৭৩ রান করে খরচ করছেন হায়দরাবাদের বোলাররা। ভুলে গেলে চলবে না যে, এই দলের হয়ে বল করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স, মহম্মদ শামি। অ্যাডাম জাম্পার মতো স্পিনার হাতে থাকলেও খেলানো হচ্ছে না। যে কারণে স্পিন বিভাগকেও বেশ নখদন্তহীন দেখাচ্ছে। অনভিজ্ঞ জিশান আনসারির কাঁধে পড়ে যাচ্ছে অতিরিক্ত চাপ (Zeeshan Ansari)। 

আগের ম্যাচে অসুস্থতার জন্য খেলতে পারেননি হর্ষল পটেল। ফিট হয়ে গেলে শনিবারের ম্যাচে ফিরতে পারেন তিনি। কামিন্দু মেন্ডিসকে বসিয়ে জাম্পাকে খেলানো হবে কি না, সেটাই দেখার। পঞ্জাব কিংস দল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরিবর্তিত ছিল। শনিবারও বদলের সম্ভাবনা কম। যশ ঠাকুর ও প্রিয়াংশের মধ্যে একজন হবেন মূল দলের ক্রিকেটার ও একজন ইমপ্যাক্ট প্লেয়ার।

 

আরও দেখুন





Source link