NOW READING:
হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু, ‘এখানে মানুষকে সরকার সুরক্ষা না দিয়ে,দাবিয়ে রেখেছ.
April 11, 2025

হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু, ‘এখানে মানুষকে সরকার সুরক্ষা না দিয়ে,দাবিয়ে রেখেছ.

হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়িতে শুভেন্দু, ‘এখানে মানুষকে সরকার সুরক্ষা না দিয়ে,দাবিয়ে রেখেছ.
Listen to this article


করুণাময় সিংহ, মালদা: হাইকোর্টের অনুমতি নিয়ে মোথাবাড়ি পৌঁছলেন বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী। এলাকার ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলবেন তিনি। দুই গোষ্ঠীর গন্ডগোলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে মালদার মোথাবাড়ি। দোকান এবং গাড়িতে ভাঙচুর করা হয়। রাস্তায় আগুন জ্বালানো হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মোথাবাড়িকাণ্ডের প্রতিবাদে এর আগে কাঁথিতে মিছিল করেন বিরোধী দলনেতা। 

আরও পড়ুন, আজ SSC অভিযান, চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

এদিন শুভেন্দু মোথাবাড়ি পৌঁছে বলেন, ‘এখানে মানুষকে সরকার প্রোটেকশন না দিয়ে, দাবিয়ে রেখেছে। যে ২৪ জনকে ধরেছে, ওরা প্রকৃত দোষী নয়। ভিডিও ফুটেজ ধরে সব দোষীদের ধরতে হবে। এখানে ক্ষতিগ্রস্থ ৬ জনকে নিয়ে, উচ্চ আদালতে আমরা গিয়েছি। NIA , CBI দাবি করছি।’

সাংবাদিক: জঙ্গিপুর এবং মোথাবাড়ি, দুই জায়গাতেই আমরা দেখলাম, পুলিশকে দোকানঘরে লুকোতে হচ্ছে, কী বলবেন ?

শুভেন্দু অধিকারী : পুলিশ যখন ব্যবস্থা নেওয়ার, নেয়নি। ওরা যা করার করে দিয়েছে। ফেসবুক লাইভ করতে করতে করেছে। হঠাৎ তো হয়নি। জানিয়ে করেছে। যদি কারও আস্থায় আঘাত দেয়, থানায় যান। আইন হাতে তুলে নেবেন কেন ?

 

 

আরও দেখুন



Source link