NOW READING:
Bangladesh: ঈদের মাঝেই ‘ভোটের প্রস্তুতি’! কোন পথে বাংলাদেশের রাজনীতি?
April 10, 2025

Bangladesh: ঈদের মাঝেই ‘ভোটের প্রস্তুতি’! কোন পথে বাংলাদেশের রাজনীতি?

Bangladesh: ঈদের মাঝেই ‘ভোটের প্রস্তুতি’! কোন পথে বাংলাদেশের রাজনীতি?
Listen to this article


সেলিম রেজা, ঢাকা:  বদলের বাংলাদেশে ঈদেও ‘রাজনীতি’! নিজেদের এলাকায় কার্যত চষে বেড়ালেন বিএনপি, জামায়াতের মতো পুরনো রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। পিছিয়ে ছিল না সদ্যগঠিত দল এনসিপিও। তবে এবার ময়দানে দেখা গেল না একসময়ের ‘সরকারি দল’কে। শীর্ষ নেতারা তো বটেই, ক্ষমতাচ্যুত হওয়ার পর  আওয়ামী লিগের নিচুতলার অনেক নেতাকর্মীরাও এখন আত্মগোপন করেছেন কিংবা এলাকা থেকে দূরে রয়েছেন।

এদিকে গণ অভ্যুত্থানের পর যত সময় গড়াচ্ছে, ততই বিভিন্ন ইস্য়ুতে রাজনৈতিক দলগুলি মধ্যে মতভেদ স্পষ্ট হচ্ছে। পরিস্থিতি এমনই যে, ঢাকায় বিভিন্ন ইফতার পার্টিতে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পরস্পরবিরোধী বক্তব্য রাখতে দেখা গিয়েছে। তবে এবছর অবশ্য ইফতারে একে অপরকে আমন্ত্রণ জানিয়েছিলেন সব রাজনৈতিক দলই। যা বিগত কয়েক বছরে হয়নি।

রাজনৈতিক মহলে মতে,  ঈদের পর বাংলাদেশে নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলি মতভেদ আরও বাড়তে পারে। এমনকী, আলাদাভাবে কোনও রাজনৈতিক কর্মসূচি ঘোষণার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিএনপি, জামায়াত আর এনসিপির বিভিন্ন সারির নেতাদের সাথে জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধি কথা বলে জানতে পেরেছেন, ঈদের সময়টাকে নির্বাচনী প্রচারের কাজে লাগাতে চেষ্টা চালিয়েছেন  বড় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা।

নির্বাচনের দিন-তারিখ কবে ঘোষণা হবে? তা নিয়েই গত কয়েক সপ্তাহ ধরে জোর আলোচনা চলছে বাংলাদেশে। নানাভাবে নিজেদের উপস্থিতি জারি রাখার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলি। রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই অগাস্টে নিপীড়নের দায়ে আওয়ামী লীগের বিচারে জোরালো দাবি তুলেছে  জামায়াতে ইসলামী ও এনসিপি।

অন্যদিকে দ্রুত নির্বাচন চাইছে বিএনপি। সম্প্রতি ধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস বলেছেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে’। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ‘নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে’ বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন:  Sheikh Hasina: ফিরতে চান দেশে! বাংলাদেশে পা রাখলেই হাজতবাস হাসিনার, জারি গ্রেফতারি পরোয়ানা…

আরও পড়ুন:  Indian Students in US: ট্রাম্পের অভিবাসী বিলের কোপে পড়ে এবার কি দেশে ফিরে আসতে হবে লক্ষ লক্ষ ভারতীয় পড়ুয়াদের?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link