NOW READING:
BCCI | IPL 2025: এই ভয়ংকর ভুলের পরিণাম ২৪ লক্ষ টাকা! বোর্ডের কঠোর শাস্তির মুখে এবার কোন অধিনায়ক?
April 10, 2025

BCCI | IPL 2025: এই ভয়ংকর ভুলের পরিণাম ২৪ লক্ষ টাকা! বোর্ডের কঠোর শাস্তির মুখে এবার কোন অধিনায়ক?

BCCI | IPL 2025: এই ভয়ংকর ভুলের পরিণাম ২৪ লক্ষ টাকা! বোর্ডের কঠোর শাস্তির মুখে এবার কোন অধিনায়ক?
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে (IPL 2025) টানা ৪ ম্যাচে জিতে গুজরাত টাইটান্স (Gujarat Titans) পৌঁছে গেল লিগ টেবলের মগডালে। গত বুধবার শুভমন গিলরা (Shubman Gill) নিজেদের ঘরের মাঠে খেলেছিলেন সঞ্জু স্যামসনদের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ রান তুলেছিল। জবাবে রাজস্থান ১৫৯ রানে গুটিয়ে যায়। গুজরাত হেসে খেলে ৫৮ রানে ম্যাচ বার করে নেয়। সবরমতীতীরে বড় ভুল করে ফেললেন রাজস্থান অধিনায়ক সঞ্জু, বোর্ডের কঠোর শাস্তির মুখে পড়লেন তিনি।

আরও পড়ুন: কোভিড পরবর্তী সময়ে তাঁর উত্থান, ২৩ বছরের ভারতীয়র ইতিহাস, মুছলেন গেইল-কেনদের নাম!

হারের পরে সঞ্জুর পরিস্থিতি আরও খারাপ করেছে এই খবর। রাজস্থান নির্ধারিত সময় মতো নির্দিষ্ট কোটার ওভার শেষ করতে ব্যর্থ হয়েছেন এবং তাঁকে স্লো ওভার রেটের জন্য ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই একই দোষে এই মরসুমে এই নিয়ে দ্বিতীয়বার করল রাজস্থান! এর আগে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে রাজস্থান সময় মতো ওভার শেষ করতে ব্যর্থ হয়েছিল। এবং তখন তাদের স্টান্ড-ইন অধিনায়ক রিয়ান পরাগকে ১২ লক্ষ টাকা জরিমানা করেছিল বিসিসিআই। চোটের কারণে প্রথম তিন ম্যাচে দলের নেতৃত্ব দেননি। ফের একবার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। 

আইপিএল বিবৃতি দিয়ে জানিয়েছে, যে রাজস্থানের প্রথম একাদশের বাকি ক্রিকেটারদেরও ম্যাচ-ফি’র ২৫ শতাংশ অথবা ৬ লক্ষ টাকা কেটে নেওয়া হবে। যা কম হবে, তাই জরিমানা হিসেবে দিতে হবে। এই মুহূর্তে রাজস্থান ১০ দলীয় লড়াইয়ে ৭ নম্বরে। ৫ ম্যাচের ৪ ম্যাচই হেরেছে তারা। ঝুলিতে এক জয়ের সুবাদে এসেছে ২ পয়েন্ট। রাজস্থানের নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (৮), চেন্নাই সুপার কিংস (৯) ও সানরাইজার্স হায়দরবাদ। 

আরও পড়ুন: ফাইনালে এক্স-ফ্যাক্টর তাঁরা, এই ৫ মহানক্ষত্রের দিকে থাকবে নজর, চিনিয়ে দিল আইএসএল-ই

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link