NOW READING:
Bhuvneshwar Kumar | IPL 2025: ১০৫৭ উইকেটের মালিক, ভারতীয় দলে তিন বছর ব্রাত্য ‘সুইং কিং’! লিখলেন আইপিএল ইতিহাস…
April 8, 2025

Bhuvneshwar Kumar | IPL 2025: ১০৫৭ উইকেটের মালিক, ভারতীয় দলে তিন বছর ব্রাত্য ‘সুইং কিং’! লিখলেন আইপিএল ইতিহাস…

Bhuvneshwar Kumar | IPL 2025: ১০৫৭ উইকেটের মালিক, ভারতীয় দলে তিন বছর ব্রাত্য ‘সুইং কিং’! লিখলেন আইপিএল ইতিহাস…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। ৩৫ বছরের এই উত্তরপ্রদেশের জোরে বোলার এক সময়ে ছিলেন ভারতীয় ক্রিকেটের ‘সুইং কিং’! চোট-আঘাতে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হতে পারেনি। কোনও অজানা কারণেই তিনি জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েছিলেন। শেষবার ভারতের জার্সিতে সীমিত ওভারের ক্রিকেটে খেলেছিলেন ২০২২ সালে। ভুবি এখন খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আরসিবি তাঁকে নিলামে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় নিয়েছে এবার। 

আরও পড়ুন: আপুইয়ার ‘অবিশ্বাস্য’ গোলে টাটানগরীকে উড়িয়ে ফাইনালে মোহনবাগান…

গত সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরুদ্ধে। আরসিবি ১২ রানে ম্যাচ জিতে যায়। এদিন ভুবি নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে ৪৮ রান দিয়ে নিয়েছেন মাত্র ১ উইকেট। আর তাতেই লিখে ফেলেছেন আইপিএল ইতিহাস। তিলক ভার্মাকে ফেরাতেই, ভুবি সঙ্গে সঙ্গে হয়ে যান আইপিএলের ইতিহাসে সর্বাধিক উইকেটশিকারি। তিনি পিছনে ফেলে দিলেন ডোয়েন ব্র্যাভোকে। ১৭৯ ইনিংসে ১৮৪ উইকেট নেওয়া ভুবি এখন হয়ে গিয়েছেন আইপিএলের তৃতীয় সর্বাধিক উইকেটশিকারি। যুজবেন্দ্র চাহাল (২০৬) ও পীযূষ চাওলার (১৯২) পরেই তিনি।

আইপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ফাস্ট বোলার যাঁরা

১৮৪* – ভুবনেশ্বর কুমার (১৭৯ ইনিংস)
১৮৩ – ডোয়েন ব্র্যাভো (১৫৮ ইনিংস)
১৭০ – লাসিথ মালিঙ্গা (১২২ ইনিংস)
১৬৫* – জসপ্রীত বুমরা (১৩৪ ইনিংস)
১৪৪ – উমেশ যাদব (১৪৭ ইনিংস)

*আইপিএল ২০২৫-এর সক্রিয় খেলোয়াড়রা*

ভুবনেশ্বর ২১টি টেস্ট (৬৩ উইকেট), ১২১টি (১৪১ উইকেট) একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও ৮৭টি (৯০ উইকেট) টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। লাল বলে আগুন জ্বালিয়ে দিতে পারা বোলারকে ছ’বছর আগে শেষবার দেখা গিয়েছিল টেস্টে। 

আরও পড়ুন: ১২৬৪ উইকেটের মালিক, খেলার মাঝেই নিষিদ্ধ কাজ! বোর্ডের কড়া নিদানে ভোগ করবেন ফল…

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link