NOW READING:
Badminton Coach Accused: রক্ষকই ভক্ষক! ব্যাডমিন্টন কোচের ধর্ষণের স্বীকার নাবালক ছাত্রী, নগ্ন ছবিতে রক্তাক্ত…
April 6, 2025

Badminton Coach Accused: রক্ষকই ভক্ষক! ব্যাডমিন্টন কোচের ধর্ষণের স্বীকার নাবালক ছাত্রী, নগ্ন ছবিতে রক্তাক্ত…

Badminton Coach Accused: রক্ষকই ভক্ষক! ব্যাডমিন্টন কোচের ধর্ষণের স্বীকার নাবালক ছাত্রী, নগ্ন ছবিতে রক্তাক্ত…
Listen to this article


জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার কিশোরীকে ধর্ষণ! এবার খেলার প্রশিক্ষক।          

মা বাবা মেয়েকে শখ করে ব্যাডমিন্টন কোচিং সেন্টারে ভর্তি করেছিলেন। ভেবেছিলেন এই মেয়ে হয়তো ভবিষ্যতে কখনও পিভি সিন্ধু বা সাইনা নেহওয়াল হবেন। কিন্তু তাঁদের মেয়ের জীবন যে এইদিকে মোড় নেবে, তা হয়তো কখনওই ভাবেননি ওই দুর্ভাগা মা বাবা। যাঁর ওপর বিশ্বাস এবং ভরসা করে মেয়েকে ব্যাডমিন্টন খেলতে পাঠিয়েছিলেন, সেই রক্ষকই ভক্ষক হয়ে উঠবেন তাঁদের মেয়ের জীবনে, এ হয়তো কেউই ভাবেননি। খোদ ব্যাডমিন্টন প্রশিক্ষক, তাঁর লালসার নোংরা হাত বাড়িয়ে দেবেন তাঁর শিষ্যাদের মধ্যে, এ তো সচরাচর হয় না। তাই এরকম কোন ঘটনা হলেই তা অবশ্যই খবর হয়। তাহলে প্রশ্ন মেয়েরা কি কোথাও সুরক্ষিত নয়?

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

বেঙ্গালুরুতে ব্যাডমিন্টন কোচকে ১৬ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ এবং নাবালকদের নগ্ন ছবি রাখার অভিযোগে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। সুরেশ বালাজি- ব্যাডমিন্টন কোচকে গ্রেফতারের পর তাঁর ফোনে ৮ জন মেয়ের নগ্ন ছবি পাওয়া গেছে। নিজের প্রভাব ও প্রতিপত্তি কাজে লাগিয়ে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্রের মেয়েদের এই নোংরা কাজের জন্য টার্গেট করেছিলেন ওই ব্যাক্তি।

পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি কোচিং সেন্টারের প্রশিক্ষক সুরেশ বালাজির বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ জমা পরেছে। এই অপরাধে অন্যরাও জড়িত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। বালাজির জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর এই মামলাটি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন:  বন্ধ হচ্ছে Ola, Uber, Rapido-র বাইক ট্যাক্সি পরিষেবা! কতটা দুর্ভোগ হতে চলেছে এবার?

তামিলনাড়ুর সুরেশ বালাজি, হুলিমাভুর একটি ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্রে কাজ করতেন। ১৬ বছর বয়সী ওই কিশোরী দুই বছর আগে তার কোচিং সেশনে যোগ দিয়েছিলেন। পুলিশ জানিয়েছে যে প্রশিক্ষণের আড়ালে সে তাকে তাঁর বাড়িতে নিয়ে যায় এবং একাধিকবার নির্যাতন করে। কাউকে না বলার জন্য সে তাকে হুমকিও দেয়।

মেয়েটি তার ঠাকুমার বাড়িতে ছুটি কাটাতে যাওয়ার সময় মামলাটি সামনে আসে। মেয়েটি ঠাকুমার ফোন থেকে ভুল করে কোচের ফোনে একটি নগ্ন ছবি পাঠায়। ঠাকুমা ছবিটি দেখে মেয়েটির বাবা-মাকে সতর্ক করেন, তারপর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: ‘আরও টাকা দাও, আরও!’ অতিষ্ঠ হয়ে এবার মুসকানকেই শ্বাসরোধ করে লাশ পুঁতে দিল জঙ্গলে…

পুলিশ সুরেশ বালাজিকে গ্রেফতারের পাশাপাশি তাঁর মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করে। ফোনে ১৩ থেকে ১৬ বছর বয়সী আটজন মেয়ের নগ্ন ছবি এবং ভিডিও পেয়েছে পুলিশ। 

সুরেশ বালাজি এখন আট দিনের জন্য পুলিশ হেফাজতে রয়েছে। যাঁরা, তাঁর এই ঘৃণ্য কাজের শিকার তাঁদের সকলের বক্তব্য রেকর্ড করা হয়েছে। ‘ তদন্ত এখনও চলছে, এবং নির্যাতিতারা আরও এগিয়ে আসতে পারেন বলেই বিশ্বাস পুলিশের।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link