# Tags
#Blog

Indian Fisherman | Bangladesh: অবশেষে ঘরে ফিরবে ৯৫ ভারতীয় মৎস্যজীবী! জেল থেকে ছেড়ে দিচ্ছে বাংলাদেশ…

Indian Fisherman | Bangladesh: অবশেষে ঘরে ফিরবে ৯৫ ভারতীয় মৎস্যজীবী! জেল থেকে ছেড়ে দিচ্ছে বাংলাদেশ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি দেড় মাস আগে সমুদ্রে  সমুদ্রে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের উপকূলরক্ষী  বাহিনীর হাতে ধরা পড়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবী। অবশেষে কাকদ্বীপের ৯৫ জন মৎস্যজীবীকে মুক্তি দিতে চলেছে বাংলাদেশ। ইতিমধ্যে রিলিজ অর্ডার জারি হয়েছে বলে সূত্রের খবর।  ওই ভারতীয় মৎস্যজীবীদের তৎপরতার সঙ্গে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছিল নবান্ন। বিষয়টি তদারকি করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 

আরও পড়ুন: Arvind Kejriwal: ভোটের মুখে বড় ঘোষণা কেজরির! প্রতিমাসে ১৮ হাজার ‘পুরোহিত ভাতা’…

গত বৃহস্পতিবার বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব লুৎফুন নাহার বিজ্ঞপ্তি দিয়ে জানান, ওই ৯৫ জনের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুসারে যে মামলা হয়েছিল, তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আটক ছ’টি ট্রলারও ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।  ৯৫ জন মৎস্যজীবীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে তাঁদের ফিরিয়ে দিতে রাজি ইউনুস সরকার। এদিকে, এখানে আটকে থাকা ৯০ জনকেও ফেরাবে ভারত।

আরও পড়ুন: Petrol Diesel Price: বাজেটের পরই কমছে পেট্রোল-ডিজেলের দাম! কম হচ্ছে ট্যাক্সের হারও

কাকদ্বীপ মৎস্যজীবীদের জানায়, শনিবার তাঁদের মুক্তির অর্ডার জারি করা হয়েছে। দ-তিনদিনের মধ্যে ফিরে আসবে। এই খবরে খুশি পরিবারের লোকেরা। বাংলাদেশের যেসব মৎস্যজীবীরা এদেশে আটকে পড়েছেন, তাঁরা তো জলে ডুবে বিপদে পড়েছিলেন, এখানকার জেলেরা তাঁদের উদ্ধার করেছেন। কিন্তু এদিকের মৎস্যজীবীদের তো বাংলাদেশের নৌবাহিনী ধরে নিয়ে গিয়েছিল। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal